ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে খুরা রোগ ॥ বিপাকে খামারি

প্রকাশিত: ০৬:০৮, ১৩ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহীতে খুরা রোগ ॥ বিপাকে খামারি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কোরবানির ঈদের আগে রাজশাহীর বিভিন্ন উপজেলায় গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ নিয়ে খামারিদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। একের পর এক গরু মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। গত এক সপ্তাহের ব্যবধানে জেলার পবা উপজেলায় অন্তত ১১টি গরু মারা গেছে খুরা রোগে। এছাড়া বিভিন্ন উপজেলায় এ রোগ ছড়িয়ে পড়েছে। পবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হক জানান, সাধারণত খুরারোগ ভাইরাসজনিত। ঈদ মৌসুমে খুরা রোগে আক্রান্ত ভারতীয় গরু-মহিষ দেশে প্রবেশ করার কারণে এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে গরুর খামারিরা জানান, এবার বেশি বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন উপজেলায় গরুর খুরারোগ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পবা উপজেলায় সবচেয়ে বেশি এ রোগ দেখা দিয়েছে। সর্বশেষ গত বুধবার নওহাটার পাইকপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে শাহীনুর রহমানের ৫০ হাজার টাকা মূল্যের গরু মারা গেছে। এছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে একই উপজেলার দাদপুর গ্রামের রেজাউল করিমের ২টি, আকছেদের ১টি, হাসেমের ১টি, মিনারুলের ১টি, মদনহাটিতে ৩টি ও দারুশার দেবের পাড়ায় একটি, শ্রীপুরে একটিসহ বিভিন্ন এলাকায় অন্তত ১১টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান জানান, এই সময় সাধারণত গরুর খুরারোগ হয়। রাজশাহীর বিভিন্ন এলাকায় গরুর খুরারোগের খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।
×