ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনী-নারায়ণগঞ্জ শিরোপা কার?

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০১৫

ফেনী-নারায়ণগঞ্জ শিরোপা কার?

স্পোর্টস রিপোর্টার ॥ সেইলর বাফুফে অনুর্ধ ১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলার মুখোমুখি হবে ফেনী জেলা। খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি ওয়ার্ল্ড। উভয়দলই চায় শিরোপার মধুর স্বাদ পেতে। ফেনী চায় শ্রেষ্ঠত্ব প্রদর্শন। বয়সভিত্তিক দলে প্রতিযোগিতায় বরাবরই ভাল করে নারায়ণগঞ্জ। তাই ফাইনাল ম্যাচটা জমজমাট হবে বলেই ধারণা ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২ সেপ্টেম্বর। কিন্তু প্রবল বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচটি পিছিয়ে দেয়া হয়। মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ফুটবল দলের ম্যানেজার মাহাবুবুল তালুকদার, প্রশিক্ষক আসলাম চৌধুরী ও অধিনায়ক অন্তর কুমার এবং ফেনী জেলা ফুটবল দলের ম্যানেজার নুরুল আফসার কবির শাহাজাদা, প্রশিক্ষক আশরাফুল আনোয়ার শিমুল ও অধিনায়ক ইফতেখার হোসেন কনিক। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সত্যজিৎ দাস রূপু এবং টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ফজলুর রহমান বাবুল। ফেনী অধিনায়ক ইফতেখার হোসেনের অনীকের অভিমত, ‘নারায়ণগঞ্জ অবশ্যই ভাল দল। সে কারণেই তারা ফাইনালে এসেছে। আমরাও মন্দ নই। যে কারণে আমরা ফাইনালে। আমাদের দলে অনুর্ধ ১৬ জাতীয় দলের কোন খেলোয়াড় নেই এটা ঠিক। কিন্তু অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। সব জেলার এক চ্যাম্পিয়ন। সেটি আমরাই হতে চাই।’ নারায়ণগঞ্জের অধিনায়ক অন্তর কুমারের অভিমত, ‘ফাইনাল পেছানোয় দশদিন সময় পেয়েছি। এ সময়টায় পর্যাপ্ত অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছি। একটু নার্ভাস লাগছে ঠিকই, কিন্তু আত্মবিশ্বাসও আছে শিরোপা জিতব।’ ফেনীর কোচ আশরাফুল আনোয়ার শিমুল বলেন, ‘আমার দলের প্রতি পজিশনই ভাল। দীর্ঘদিন অনুশীলন করেছি। সেরা একাদশের দু’একজনের চোট আছে। তবে সেটি খুব একটা সমস্যা হবে না আশা করি। প্রতিপক্ষ ভাল দল। তাদের একাধিক ভাল খেলোয়াড় আছে। তাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে আমাদেরও কিছু কৌশল আছে। সেটি এখনই বলতে চাচ্ছি না। মাঠেই দর্শকরা সেটি দেখতে পাবেন।’ সেমিতে টাইব্রেকারে ৫-৪ গোলে (সাডেন ডেথে) ঢাকা জেলাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে এসেছে ফেনী জেলা। তবে আজকের ম্যাচে টাইব্রেকার চান না ফেনীর কোচ, ‘খেলেই জিততে চাই। তবে টাইব্রেকারের প্রস্তুতিও আমাদের দলের আছে।’ নারায়ণগঞ্জ দলে দু’জন রয়েছে যারা অনুর্ধ ১৬ জাতীয় দলের। একজন দলীয় অধিনায়ক গোলরক্ষক অন্তর কুমার এবং অপরজনের নাম হৃদয়। দলের কোচ জানালেন তার আত্মবিশ্বাসের জায়গাটা তার সেরা আক্রমণভাগ। আর দলের অধিনায়ক অন্তর কুমার জানালো, ‘নারায়ণগঞ্জ সবসময়ই ভাল ফল করে। ফেনী ও ভাল দল। তবে আমি আশাবাদী জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।’ সব স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৬ নম্বর গেট দিয়ে ঢুকে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ফুটবল দলের সমর্থকরা ১৩ এবং ফেনী জেলা দলের সমর্থকরা ১৮ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্র্রফি মেডেল এবং দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্র্রফি, মেডেল ও এক লাখ টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে। এছাড়া দুই দলের সেরা খেলোয়াড়ের মধ্যে ম্যান অব দ্য ফাইনাল ট্রফি প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনও। বিশেষ অতিথি থাকবেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন আল-মামুন। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে নারায়নগঞ্জ জেলা ৫-৪ (১-১) গোলে সিলেট জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ফেনী জেলা ৫-৪ (০-০) গোলে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
×