ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে নির্বাচন ক্ষমতাসীন পিপলস এ্যাকশন পার্টির নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৫

সিঙ্গাপুরে নির্বাচন  ক্ষমতাসীন পিপলস এ্যাকশন পার্টির নিরঙ্কুশ জয়

সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস এ্যাকশন পার্টি (পিএপি) মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে ২০১১ সালের সঙ্কট কাটিয়ে উঠে তারা একটি নতুন সরকার গঠনের সুযোগ পেল। শনিবার সকালে নির্বাচনের এ সরকারী ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি ও বিবিসির ক্ষমতায় থাকতে পিএপির মাত্র ৪৫টি আসনের প্রয়োজন ছিল। ফলাফল প্রকাশের পর দেখা গেছে, প্রদেয় ভোটের প্রায় ৭০ শতাংশ পেয়ে পিএপি দেশটির পার্লামেন্টের ৮৯টি আসনের মধ্যে ৮৩টি আসনে জয় পেয়েছে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনেই জয় পেয়েছে দলটি। তবে পিএপির এবারের নিরঙ্কুশ জয়ে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও নেতা লি কুয়ান ইউয়ের মৃত্যুজনিত আবেগ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো সব আসনে প্রার্থী দেয়া বিরোধী দল পিএপির আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর আশা করেছিল। কিন্তু তারা প্রত্যাশিত সাড়া পায়নি।
×