ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানির বোতলে জ্যান্ত সাপ!

প্রকাশিত: ০৬:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৫

পানির বোতলে জ্যান্ত সাপ!

ভারতের ছত্তিশগড়ে সরকারী একটি অনুষ্ঠানে দেয়া পানির বোতলগুলোর একটিতে সাপের জ্যান্ত বাচ্চা পাওয়া গেছে। ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সদরদফতরে একজন চিকিৎসক তার পানির বোতলে সাপটি পান। অনুষ্ঠানটিতে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে বোতলটি নিয়ে যান। তবে সাপের বাচ্চার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। অবশ্য বোতলজাত পানি সরবরাহকারী কোম্পানি বিষয়টিকে ‘চক্রান্ত’ বলে অভিহিত করেছে। কোম্পানিটির স্বত্বাধিকারী বলেন, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। আমাকে যখন বোতলটি দেখানো হলো তখন দেখলাম বোতলের ছিপির সিলটি খোলা। প্রাদেশিক রাজধানী রায়পুরে বুধবার ওই অনুষ্ঠানটি হয়। এতে মুখ্যমন্ত্রী রমন সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। ওই ঘটনার পর পানির সব বোতল ফেরত নিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রদেশের সব বোতলজাত পানি পরীক্ষা করার নির্দেশ দিয়েছে সরকার। -বিবিসি অনলাইন
×