ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার লীগে গোল চান রুনি

প্রকাশিত: ০৬:০০, ১২ সেপ্টেম্বর ২০১৫

এবার লীগে গোল চান রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দল ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পর এবার ওয়েন রুনি মাঠে নামার অপেক্ষায় ক্লাব ফুটবলে। নতুন মৌসুমে এখন পর্যন্ত গোলের দেখা পাননি তারকা এই ফরোয়ার্ড। জাতীয় দলের মতো ক্লাবের হয়েও স্বরূপে ফেরার লক্ষ্যে মাঠে নামছেন ২৯ বছর বয়সী তারকা। ইংলিশ প্রিমিয়ার লীগের উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে সবটুকু আলো থাকছে সদ্যই রেকর্ড গড়া রুনির দিকে। প্রিমিয়ার লীগে উত্তাপ ছড়ানো এই ম্যাচটি ছাড়াও আজ মাঠে নামছে অন্যান্য বড় দলগুলোও। এভারটনের মাঠে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের প্রতিপক্ষ স্টোক সিটি। এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে সোয়ানসি সিটির কাছে হার মানে ম্যানইউ। যে কারণে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ হারায় তারা। বর্তমানে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ওয়েন রুনির দল। সমান ম্যাচে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লিচেস্টার সিটি ও সোয়ানসি সিটির ঘরে জমা হয়েছে ৮ পয়েন্ট করে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টাল প্যালেস। আর প্রথম চার ম্যাচের সবকটিই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ছয় ও সাত নম্বর অবস্থান করছে আর্সেনাল ও লিভারপুল। আর গতবারের শিরোপাজয়ী চেলসি আছে ১৩তম অবস্থানে। চার ম্যাচে ব্লুজদের ভা-ারে জমা মাত্র ৪ পয়েন্ট! সোয়ানসির বিপক্ষে আগের ম্যাচটি ছিল ম্যানইউর কোচ হিসেবে লুইস ভ্যান গালের ৫০তম ম্যাচ। হাফসেঞ্চুরির ম্যাচটি হার দিয়েই বরণ করে হল্যান্ডের এই কোচ। মজার বিষয় হচ্ছে, গত মৌসুমে এই সোয়ানসির বিপক্ষেই ভ্যান গালের অভিষেক হয়েছিল হার দিয়ে। ব্যবধানও ছিল এবারের মতোই ২-১। অবাক করা বিষয়, শুধু এই দুটি ম্যাচই নয় ম্যানইউর বিপক্ষে সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের চারটিতেই ২-১ গোলের ব্যবধানে জিতেছে সোয়ানসি। আজ তাই জয়ে ফেরার লক্ষ্যেই মাঠে নামছে ভ্যান গালের দল। ইংল্যান্ডের হয়ে ইতিহাস গড়া রুনিও চান গোলের ধারাবাহিকতা ধরে রাখতে। শুক্রবার সাক্ষাতকারে ম্যানইউ অধিনায়ক বলেন, এই অর্জন আমার জন্য গৌরবের। আমি চাই এই ধারাবাহিকতা (গোল করা) ধরে রাখতে। তিনি আরও বলেন, আমি খুব খুশি এবং গৌরবান্বিত। আমার পুরো মনযোগ এখন লিভারপুলের বিপক্ষে ম্যাচ নিয়ে। ম্যাচটি জেতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি ম্যাচটিতে গোল পাব, সর্বশেষ দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারব। এক অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে ওয়েন রুনিকে সবার শীর্ষে রেখেছেন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। তিনি ইংলিশ তারকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। ভ্যান গালের সেরা পাঁচ অধিনায়কের মধ্যে অন্যরা হলেনÑ সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা তারকা লুইস ফিগো, আয়াক্সের ডাচ্ মিডফিল্ডার রোনাল্ড ডি বোর, বেয়ার্ন মিউনিখের জার্মান ডিফেন্ডার ফিলিপ লাম ও চলতি মৌসুমে বেয়ার্ন ছেড়ে ম্যানইউতে পাড়ি জমানো বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। ১৯৮৬ সালে ডাচ্ ক্লাব এজে’র সহকারী কোচ হিসেবে কোচিং পেশা শুরু করেন ভ্যান গাল। এরপর ১৯৯১ সালে প্রধান কোচ হিসেবে আয়াক্সের দায়িত্ব নেন। সেখান থেকে ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ পরাশক্তি বার্সার কোচের দায়িত্বে থাকেন। ওই বছরই হল্যান্ড জাতীয় দলের কোচ হন। এরপর বেয়ার্ন মিউনিখ, হল্যান্ড পেরিয়ে তিনি এখন ম্যানইউর কোচ।
×