ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী ঈদ আয়োজন

প্রকাশিত: ০৫:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৫

ব্যতিক্রমী ঈদ আয়োজন

সাজু আহমেদ ॥ অবশেষে উদ্যোগটি নেয়া হলো। দেশীয় টিভি চ্যানেলের দর্শকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তাদের চাহিদার কথা মাথায় রেখে অবশেষে বিজ্ঞাপন বিরতি ছাড়াই অনুষ্ঠান প্রচারের ঘোষণা দিল দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল গাজী টেলিভিশন লিমিটেড। তবে এ ঘোষণা শুধু আগামী ঈদ-উল-আজহার অনুষ্ঠানমালার জন্য সীমাবদ্ধ। তা যাই হোক অল্প সময়ের জন্য হলেও বিজ্ঞাপন বিরক্তি ছাড়াই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা তাও তো মন্দ নয়। বিজ্ঞাপনের বিরুক্তির কারণে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উপভোগ না করলেও ঈদ উপলক্ষে অন্তত ভাল অনুষ্ঠান দেখতে বিজ্ঞাপন যন্ত্রণার অবসান চাচ্ছিলেন দর্শকরা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে গাজীটিভি সেই সাহসী উদ্যোগটা নিয়েছে। আগামী ঈদ অনুষ্ঠানমালা তারা বিজ্ঞাপন বিরতি ছাড়াই প্রচার করবে। এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন অন্তত একটি চ্যানেল হলেও এই উদ্যোগ নিয়েছে। তবে অনুষ্ঠানের মান নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। কারণ নতুন এই উদ্যোগের ঘোষণা অনুষ্ঠানে যে সব নাটক বা টেলিফিল্মের প্রমো দেখানো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্ম আগে অন্য চ্যানেলে প্রচার হয়েছে। সে বিষয়টিও দর্শকরা কিভাবে নেবে সেটাও দেখার বিষয়। তবে যে সব নাটক টেলিফিল্ম অন্য চ্যানেলে প্রচার হয়েছে সেগুলো অনেক জনপ্রিয় হয়েছিল এটা নিদ্বির্ধায় বলা যায়। তাই জনপ্রিয় অনুষ্ঠানগুলো দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছে জিটিভি কর্তৃপক্ষ। এদিকে জিটিভির বিজ্ঞাপন বিরতিহীন ঈদ অনুষ্ঠানমালায় এবারের ঈদের স্লোগান রেখেছে ‘স্বপ্নের আয়োজন বিরতিহীন বিনোদন’। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান জিটিভির প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজী টিভির ভাইস চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ। সংবাদ সম্মেলনে জানানো হয় জিটিভির ৭দিনের ঈদের আয়োজনে বিকেল ৪টা থেকে রাত দেড়টা পর্যন্ত বিজ্ঞাপন বিরতিহীন অনুষ্ঠান প্রচার করা হবে।
×