ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৫:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৫

আন্তর্জাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং শাহবাগের গণগ্রন্থাগার অধিদফতরের শওকত ওসমান মিলনায়তনে ঢেঁকি প্রযোজনা আয়োজিত ‘আন্তর্জাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। আন্তর্জাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কমিটি থেকে জানা যায়, এবছর জুরি বোর্ডের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ৫০টি চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। এর মধ্যে তিনটি চলচ্চিত্রকে পুরস্কার প্রদান করা হয়। এই বছরেই প্রথম ‘গোল্ডেন ঢেঁকি’ এ্যাওয়ার্ড প্রচলন শুরু করা হয়। এবছর এ গোল্ডেন ঢেঁকি এ্যাওয়ার্ড ২০১৫ পায় স্পেনের চলচ্চিত্র ‘সিওনো ডি ইয়োনা মুজির ডিসপিত্তা’ এবং পরিচালক অজুচেনা ডি লা ফুন্ডি। সিলভার পুরস্কার পায় ইউএসএর চলচ্চিত্র ‘লরিংজো লং’ এবং পরিচালক ব্রুস ররি থমাস। ব্রঞ্জ পুরস্কার পায় নেপালের চলচ্চিত্র ‘চৌকাইত’ এবং পরিচালক দিপক রানোয়ার। উৎসবের জুরি বোর্ডে ছিলেন অভিনেতা, লেখক এবং নির্দেশক আতাউর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, চলচ্চিত্র পরিচালক এবং আন্তর্জাতিক প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, চলচ্চিত্র পরিচালক ও ঢেঁকি প্রযোজনার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নিজাম উদ্দিন। এর আগে গত ৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি। গত ৫ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। ঢেঁকি প্রযোজনার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নিজাম উদ্দিন জানান চলচ্চিত্র উৎসবের আয়কৃত সকল অর্থ ক্ষতিগ্রস্ত নেপালবাসীদেরকে দান করা হবে।
×