ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গহীনের গানে রেখা

প্রকাশিত: ০৫:৪৬, ১২ সেপ্টেম্বর ২০১৫

গহীনের গানে রেখা

অঞ্জন আচার্য ॥ জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী লাইলুন নাহার রেখা। বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএটিভির সরাসরি প্রচার হওয়া ‘গহীনের গান’ অনুষ্ঠানে আজকের পর্বে গান পরিবেশন করবেন। কামরুজ্জামান রঞ্জু প্রযোজিত এ অনুষ্ঠানটি আজ শনিবার রাত ১১টায় প্রচার হবে। বাউল শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁরই গান পরিবেশন করবেন শিল্পী লাইলুন নাহার রেখা। অনুষ্ঠানে দর্শকরা তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। সম্প্রতি কণ্ঠশিল্পী রেখা এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান ওয়াল্টন এশিয়ান মিউজিক টাইমে সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতার মন জয় করেন। দিনাজপুরের মেয়ে রেখা বাবার একান্ত উৎসাহে গানের জগতে প্রবেশ করেন। পাঁচ বছর বয়সেই সঙ্গীতশিল্পী গোপালচন্দ্র সরকারের কাছে সঙ্গীতের হাতেখড়ি তাঁর। এরপর শিল্পী অনুপকুমার দাশের কাছে দীর্ঘ প্রায় সাত বছর শাস্ত্রীয় সঙ্গীতের ওপর তালিম নেন তিনি। ক্ল্যাসিক্যালে মিউজিকের ওপর আরও দীক্ষা নেন শিল্পী বরকত হোসেনের কাছে। ২০০০ সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত হোন। গানের জগতে বিচরণ প্রসঙ্গে রেখা বলেন, ভালবাসার টানেই গান করা। ছোটবেলা থেকেই গান শিখছি। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, আধুনিকসহ সব গানই শিখেছি। কিন্তু মাটির গানই আমাকে সবসময় টেনেছে বেশি। বর্তমান সময়ে প্রতিষ্ঠিত লোকসঙ্গীত শিল্পী রেখা সরকারী-বেসরকারী বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও রেডিওতে পরিচিত নাম। গান নিয়েই ব্যস্ত সময় কাটে তাঁর। গানের এ্যালবাম তিনি বলেন, ২০১০ সালে অডিও প্রতিষ্ঠান গাঙচিলের ব্যানারে আমার প্রথম একক এ্যালবাম ‘গোপন ভালবাসা’ প্রকাশ হয়। শিল্পী ফকির শাহবুদ্দিনের সঙ্গীত আয়োজনে ওই এ্যালবামের গানগুলোর জন্য বেশ সাড়া পাই। এছাড়া তার আর ৩টি মিশ্র এ্যালবামও আছে আমার। গত ঈদে রিংগারের ব্যানারে প্রকাশ হয় দ্বিতীয় একক এ্যালবাম ‘রঙের মানুষ’। এ্যালবামটি প্রসঙ্গে রেখা বলেন, এখন তো সাধারণত শ্রোতারা এ্যালবাম কিনতে চান না। তবে আমার এ্যালবামের বেশ সাড়া পেয়েছি। সঙ্গীত নিয়ে ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে রেখা বলেন, লালন সাঁইজির বড় ভক্ত আমি। তাঁর গানের মাঝে আমি খুঁজে পাই আমাকে। তাছাড়া মাটি ও মানুষের গান গাইতে আমার হৃদয় টানে সবসময়ই। তাই লালনের গানের ওপর একটা কাজ করার পরিকল্পনা করছি। দ্রুতই সেটা শ্রোতাদের উপহার দিতে পারব বলে আশা করি।
×