ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূর্য খেলেই ওজন কমে!

প্রকাশিত: ০৫:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৫

সূর্য খেলেই ওজন কমে!

সূর্য আবার খাওয়া যায় নাকি? আর খাওয়া যদি না-ই যায় তাহলে ওজন কমবে কিভাবে? কিন্তু চীনা নারীরা বিশ্বাস করেনÑ সূর্য খাওয়া যায়, আর খেলে অবশ্যই ওজন কমবে। তাদের বিশ্বাস, সূর্যের দিকে একটানা আধঘণ্টা তাকিয়ে থাকলে নাকি কমে যাবে ওজন। ওজন কমানোর এই উপায়কে বলা হচ্ছে ‘ংঁহ মধুরহম’ ড়ৎ ‘ংঁহ বধঃরহম’. অর্থাৎ ‘সূর্য খাওয়া’। চীনা নারীরা জানিয়েছেন, সূর্যের আলো সরাসরি গায়ে পড়লে নাকি ক্ষুধা কমবে, দৃষ্টিশক্তি বাড়বে আর ঘুম ভাল হবে। এই বিশ্বাস নিয়ে তারা টানা ৪৫ মিনিট রোদে ঠায় দাঁড়িয়ে থাকছেন। কোথাও ছাতা হাতে, কোথাও আবার মুখে মাস্ক লাগিয়ে সূর্যের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন নারীরা; এমন দৃশ্য সাংহাই থেকে হংকং, চীনের বিভিন্ন জায়গায়। এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের দিকে তাকিয়ে থাকলে ওজন কমবেÑ এই দাবি একেবারে ভিত্তিহীন। বরং উল্টো একটানা এভাবে সূর্যের দিকে তাকিয়ে থাকলে ত্বকের বিভিন্ন রোগের আশঙ্কা থেকে যায়। কিন্তু চীনা নারীরা এসব কথায় কান দিচ্ছেন না। তারা নাকি সূর্য খেয়ে ভালই ফল পাচ্ছেন। সূত্র: ওয়েবসাইট
×