ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে এটিএম খোলায় বিদেশী বিনিয়োগ

প্রকাশিত: ০৪:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৫

ভারতে এটিএম খোলায় বিদেশী বিনিয়োগ

ব্যাংকের এটিএম খোলায় এ বার বিদেশী সংস্থাকে ছাড়পত্র দিল ভারত। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ধরনের এটিএম খোলার ব্যবসায় সরাসরি ১০০ শতাংশ বিদেশি লগ্নির অনুমতি দিয়েছে। নিজেরা ব্যাঙ্ক না-হলেও এটিএম চালাতে পারবে তারা। প্রধানমন্ত্রী সকলের জন্য ব্যাংক এ্যাকাউন্ট খোলার লক্ষ্য নিয়েছে। কিন্তু ব্যাঙ্ক এ্যাকাউন্ট খুললেও লেনদেনে বাধা প্রত্যন্ত এলাকায় এটিএমের অভাব। টাটা ইন্ডিক্যাশ, মুথুট ফিনান্সের মতো বেশ কিছু সংস্থাকে এ জন্য ব্যাংক না-হলেও এটিএম চালানোর ব্যবসার অনুমতি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই এটিএমগুলো যেহেতু কোন নির্দিষ্ট ব্যাংকের নয়, তাই এদের বলা হয় হোয়াইট লেবেল এটিএম। এ বার সেই ব্যবসাতেই একশো ভাগ প্রত্যক্ষ বিদেশি লগ্নির অনুমতি দেয়া হল। কেন্দ্রীয় সরকারের ধারণা, এতে প্রত্যন্ত এলাকাতেও এটিএম পরিষেবা পৌঁছবে। - অর্থনৈতিক রিপোর্টার
×