ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ ইয়ুথ গেমস ॥ পদকজয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ২২:৪৩, ১১ সেপ্টেম্বর ২০১৫

কমনওয়েলথ ইয়ুথ গেমস ॥ পদকজয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক ॥ পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমসের আর্চারিতে সোনাজয়ী মোহাম্মদ তামিমুল ইসলাম এবং ব্রোঞ্জপদক জেতা নন্দিনী স্বপ্নাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সামোয়াতে অনুষ্ঠিত পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমসে আরচারিতে বালক বিভাগে বাংলাদেশ দলের মোহাম্মদ তামিমুল ইসলাম ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক এবং বালিকা বিভাগে নন্দিনী কান স্বপ্না মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জপদক লাভ করায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী গেমসে অংশ নেওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামীতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে বার্তায় আশা প্রকাশ করেন শেখ হাসিনা। সামোয়ায় গত ৫ সেপ্টেম্বর শুরু হয়েছে কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসর। শেষ হবে ১১ সেপ্টেম্বর। এবারের আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এক হাজার ক্রীড়াবিদ আর্চারি ছাড়াও সাঁতার, অ্যাথলেটিকস, টেনিস, ভারোত্তলনসহ মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×