ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিসিমপুরের সাক্ষরতা দিবস উদযাপন

প্রকাশিত: ০৮:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৫

সিসিমপুরের সাক্ষরতা দিবস উদযাপন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশী শিশুদের শিক্ষা গ্রহণকে আনন্দদায়ক ও উপভোগ্য করার একটি জনপ্রিয় উদ্যোগ সিসিমপুর। বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠনভিত্তিক ভাষাদক্ষতা ও অত্যাবশ্যকীয় জীবনদক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় ‘সিসিমপুর’ জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়মিত উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নরসিংদীর রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৫’ উদযাপনের বিশেষ কর্মসূচী নেয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ কামাল, রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ রানা, ইউএসএআইডি বাংলাদেশের সিনিয়র শিক্ষা ও পুষ্টি উপদেষ্টা ইভেট মেলসিওন এবং কমিউনিকেশন স্পেশালিস্ট লিন্ডা দাশ কমর, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম ডিরেক্টর শান্তিময় চাকমা। এবারের এ অনুষ্ঠানে শিশুরা মজার মজার বই পড়েছে, খেলেছে আর সিসিমপুরের জনপ্রিয় চরিত্র বাহাদুর ও আশা শিশুদের মজার মজার বই পড়ে শুনিয়েছে। শিশুদের সঙ্গে সরাসরি নেচে-গেয়ে সিসিমপুরের জনপ্রিয় মাপেট হালুম, টুকটুকি ও ইকরি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করেছে। এ ছাড়াও অনুষ্ঠানে ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ৪ শতাধিক শিশুর একসঙ্গে বই পড়া ও মজার মজার বই উপহার নেয়া বই পড়া, স্কুলভিত্তিক দলে বর্ণ মিলিয়ে শব্দ বানানোর খেলা।
×