ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্সিয়া মার্কেজের ওপর গোয়েন্দাগিরি এফবিআইয়ের

প্রকাশিত: ০৬:৫৬, ১০ সেপ্টেম্বর ২০১৫

গার্সিয়া মার্কেজের ওপর গোয়েন্দাগিরি এফবিআইয়ের

টানা দুই যুগ কলম্বিয়ার নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ওপর গোয়েন্দাগিরি করেছিল এফবিআই। ওয়াশিংটন পোস্টে এই সম্পর্কিত একটি ডকুমেন্ট ফাঁস করা হয়েছে। যদিও এফবিআই এই সম্পর্কে কোন মন্তব্য করেনি। খবর জি নিউজের। ১৩৭ পাতার ওই ডকুমেন্ট অনুযায়ী, এই চরবৃত্তি শুরু সেই ১৯৬১ সাল থেকে। সেই সময় ম্যানহাটানে এক মাসের জন্য সপরিবারে ছিলেন মার্কেজ। সেই সময় কিউবান নিউজ এজেন্সি প্রেনসা লাতিনার সাংবাদিক ছিলেন মার্কেজ। কর্ম সূত্রেই এসেছিলেন নিউইয়র্কে। এর পরবর্তী সময়ে কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার। এফবিআই কেন মার্কেজের ওপর গোয়েন্দাগিরি করেছিল, বিষয়টি এখনও স্পষ্ট নয়। নোবেল বিজয়ী সাহিত্যিকের ওপর চরবৃত্তির কারণ না জানালেও এখনও এই ডকুমেন্ট গোপনেই রাখতে চায় এফবিআই। ওই নথি অনুযায়ী, সেই সময় সাহিত্যিক হিসেবে একটু আধটু নাম করতে শুরু করেছেন মার্কেজ।
×