ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:৫৬, ১০ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এবার সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন আফতাব আলম মে এক জ্যেষ্ঠ সাংবাদিক। বুধবার দুপুরে করাচির উত্তরাঞ্চলে নিজের বাসভবনের বাইরে গাড়ি নিয়ে বের হলে তাকে গুলি করা হয়। আফতাব পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ফিরোজ শাহের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ডিআইজি ফিরোজ শাহ বলেন, আফতাব তার সন্তানদের স্কুল থেকে আনতে করাচির ১১-সি এলাকার বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। গুলি আফতাবের একেবারে কপাল ভেদ করে, যেটা সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত করে। তৎক্ষণাৎ উদ্ধার করে নিকটস্থ আব্বাসী শহিদ হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসকরা আফতাবকে মৃত ঘোষণা করেন। ওয়েবসাইটের।
×