ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল পাঁচদিন বন্ধ থাকবে

প্রকাশিত: ০৬:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল পাঁচদিন বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ড্রেজিংয়ের জন্য ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নৌপরিবহনমন্ত্রীর পিআরও জাহাঙ্গীর আলম জানান। এ সময় যাত্রী, যানবাহন মালিক/চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হয়। এই নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর থেকে শুধুমাত্র ছোট আকারের ফেরি ফরিদপুর, কুসুমকলি ও ক্যামেলিয়া নামে ৩টি ফেরি দিয়ে সীমিত আকারে এই সার্ভিস চালু আছে। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম মো আশিকুজ্জামান জানান, নাব্য সঙ্কটের কারণে দীর্ঘদিন থেকে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই সমস্যা নিরসন করে চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য এবং দ্রুত ড্রেজিংয়ের কাজ শেষ করার জন্য ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।
×