ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেন সেমিতে জোকোভিচ-চিলিচ লড়াই

প্রকাশিত: ০৬:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৫

ইউএস ওপেন সেমিতে জোকোভিচ-চিলিচ লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয় তুলে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। এর ফলে শেষ চারে ক্রোয়েশিয়ান তারকা মেরিন চিলিসের মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস খেলোয়াড়। ফ্ল্যাশিং মিডোতে স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে প্রথম সেটটি ৬-১ গেমে জিতে নেন জোকোভিচ। তবে পরের সেটেই ৩-৬ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান ১৮তম বাছাই লোপেজ। এরপর শেষ দুটি সেটে ৬-৩, ৭-৬ (২) গেমে জিতে সেমিতে ওঠেন নোভাক জোকোভিচ। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৬ এবং ৪-৬ গেমে পরাজিত করেন চিলিচ। চলতি বছরটা দুর্দান্ত কেটেছে নোভাক জোকোভিচের। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকার সামনে এবার বছরের তৃতীয় গ্র্যান্ডসøাম জয়ের হাতছানি। এর আগে তিনি বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বল্ডনের শিরোপা জেতেন। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ওপেনেরও ফাইনালে উঠেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার সুইজারল্যান্ডের স্ট্যানিসøাস ওয়ারিঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। এবার ইউএস ওপেনের শিরোপা জয়ের হাতছানি। সুদীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের তিনটি ফাইনাল খেলেন তিনি। কিন্তু এই শিরোপাটা এখনও জেতা হয়নি তার। তবে সেটা এখন অতীত ঘটনা। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচের চোখে মুখে শুধুই ইউএস ওপেনের শিরোপা জয়ের দিকে। বছরের শেষ মেজর এই টুর্নামেন্টের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে রজার ফেদেরারকে। আজ আরেক কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের মুখোমুখি হবেন সুইস তারকা রজার ফেদেরার।
×