ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাসেলস মিটেও নেই বোল্ট!

প্রকাশিত: ০৬:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৫

ব্রাসেলস মিটেও নেই বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের অধিকাংশ সময়ই গেছে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বাইরে কাটিয়ে। সে কারণে র‌্যাঙ্কিং নেমে গিয়েছিল অনেক নিচে। কিন্তু আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস এবং যে পর্যায়ের স্প্রিন্টার উসাইন বোল্ট সেটার প্রমাণ পেয়েছে এবার বেজিং। ঠিকই বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন। জিতেছেন ট্রেবল। তবে বিশ্বআসর শেষে আবারও বিশ্রামকেই প্রাধান্য দিচ্ছেন জ্যামাইকার এ স্প্রিন্টার। শুক্রবার ব্রাসেলসে মৌসুম শেষের ডায়মন্ড লীগ মিট অনুষ্ঠিত হবে। সেখানে না দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট বিশ্রামে থাকার জন্য। ইনজুরির কারণে গত বছর ৬ সপ্তাহ ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বাইরে। সে কারণে তেমন কোন প্রতিযোগিতায় অংশ নেননি তিনি। গত এক বছরে মাত্র দু’বার ১০ সেকেন্ডের নিচে টাইমিং করতে পেরেছিলেন। মৌসুমের সেরা টাইমিং ছিল তার ৯.৮৭ সেকেন্ড। সে কারণে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ছয়ে। বিশ্বআসরে এবার সেরা হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন সেটাও ছিল অনিশ্চয়তার মধ্যে। তবে সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে বোল্টই সেরা হয়েছেন আবার। ১০০ ও ২০০ মিটারে জেতার পর আবার দলগত ৪ী১০০ মিটার রিলেতেও স্বর্ণ জয় করেন তিনি। তবে এখন আবার বিশ্রামটাকেই বেছে নিচ্ছেন তিনি। ব্রাসেলস মিটে অংশ নেবেন না। এ বিষয়ে বোল্ট বলেন, ‘গত কয়েক সপ্তাহ ট্র্যাক এ্যান্ড ফিল্ডে ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ সময় কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছর আর কোন রেসে অংশ নেব না। বেজিং বিশ্বচ্যাম্পিয়নশিপসে খুব কঠোর পরিশ্রম গেছে। এবার একটু বিশ্রাম নেয়াটাই ভাল হবে।’ বোল্ট বরাবরই বলে আসছিলেন আগামী বছর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য অলিম্পিকই তার মূল লক্ষ্য। সেখানে ভাল করতে চান তিনি। আর সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করবেন। আবারও সেই কথাটা মনে করিয়ে দিলেন বোল্ট। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই আগামী বছর নিয়ে ভাবনা শুরু করে দিয়েছি এবং ২০১৬ অলিম্পিকে আমি নিজের ১০০ ও ২০০ মিটার এবং ৪ী১০০ মিটার রিলের খেতাব ধরে রাখতে চাই। এখন আমি অনুশীলন থেকেও কিছুদিনের বিরতিটা উপভোগ করছি। আগামী মাসে আবার নিভৃতে অনুশীলন শুরু করব ভালভাবে নিজেকে রিচার্জ করে নিয়ে।’ এবার ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ট্রেবল জয় হয়ে গেছে বেজিংয়ে। ইনজুরির আঘাতে জর্জরিত একটি মৌসুমের শেষটাতে সব চরম প্রতিপক্ষই ছিলেন। কিন্তু সবাইকে পরাজিত করে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন আরেকবার। ২০০৮ ও ২০১২ অলিম্পিক এবং ২০০৯, ২০১৩ বিশ্ব এ্যাথলেটিক্সেও ট্রেবল জিতেছিলেন বোল্ট। তবে তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন সেরা হতে যাচ্ছেন সেটাই মনে করছেন আয়োজকরা।
×