ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই ধর্ষককে দুইবার করে ৬০ বছর জেল ও জরিমানা

প্রকাশিত: ০৬:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রামে দুই ধর্ষককে দুইবার করে ৬০ বছর জেল ও জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুই আসামিকে দু’বার করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই আদেশে প্রত্যেক আসামিকে দেড়লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ রেজাউল করিম মঙ্গলবার এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, দ-িতরা হলো-মোঃ ইয়াকুব আলী ও মোঃ মামুন। তারা সাতকানিয়া উপজেলার চরণদ্বীপ গ্রামের বাসিন্দা। ২০০১ সালের ২১ মে রাতে তারা ধর্ষণ করে প্রতিবেশী এক তরুণীকে। এ ঘটনায় ওই বছরের ২৮ মে এই দুই ধর্ষককে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেন মেয়েটির ভাই মোঃ সেলিম। তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ৩ আগস্ট চার্জশীট দাখিল করে। আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি। মোট ৫ জনের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে ধর্ষণের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ৩০ বছর করে ৬০ বছর অর্থাৎ দু’বার করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়া তাদের প্রত্যেককে দেড়লাখ টাকা করে অর্থদণ্ডে ও দণ্ডিত করা হয়।
×