ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে দুই মাদ্রাসা ছাত্র অপহৃত ॥ মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৫

নাটোরে দুই মাদ্রাসা ছাত্র অপহৃত ॥ মুক্তিপণ দাবি

সংবাদদাতা, নাটোর, ৮ সেপ্টেম্বর ॥ বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কওমী মাদ্রাসার দুই ছাত্র অপহৃত হয়েছে। অপহৃত দুই ছাত্রের পরিবারের কাছে ইতোমধ্যে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছে। অপহৃতের পরিবার জানায়, উপজেলার পূর্ণকলস গ্রামের রফিকুল ইসলামের ছেলে খালেদ সাইফুল্লাহ (১২) ও পাবনার আটঘড়িয়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের আয়নাল সর্দারের ছেলে আমিনুল ইসলাম (১২) দীর্ঘদিন থেকে রাজাপুর বাজারের কওমী মাদ্রাসায় লেখাপড়া করে। সোমবার সকালে খালেদ সাইফুল্লাহর বাড়ি থেকে মাদ্রাসায় রওনা হয়ে ওরা আর ফিরে আসে নাই। পরে সোমবার রাত ও মঙ্গলবার সকালে (০১৭১৭-৮৫০৮৯৯) মোবাইল নম্বর থেকে ফোন করে ছেলেদের জীবিত পেতে হলে (০১৯১৫-৩৪৭৯৯৫) বিকাশ নম্বরে তাড়াতাড়ি এক লাখ টাকা পাঠাতে বলা হয়। পরিবারের পক্ষ থেকে কিছু টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করা হয়েছে বলে জানান তারা। এ ব্যাপারে মাদ্রাসার মুহতামিম আব্দুল লতিফ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, এসব ঘটনা যারা ঘটাচ্ছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। প্রতিটি ঘটনা তদন্ত করে দ্রুত দায়ী ব্যক্তিদের আটক এবং অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।
×