ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে গৃহায়নমন্ত্রী

রাজধানীর নিচু জমি ভরাট পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মধ্যে ফেলে দিচ্ছে

প্রকাশিত: ০৮:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর নিচু জমি ভরাট পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা  হুমকির মধ্যে ফেলে দিচ্ছে

সংসদ রিপোর্টার ॥ রাজধানীর চারপাশে নিচু জমি, খাল-বিল কিছু কিছু হাউজিং কোম্পানি বৈধ-অবৈধভাবে ভরাট করে ঢাকার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। এসব কোম্পানিকে এ ধরনের আইন বহির্ভূত কর্মকা- থেকে বিরত রাখতে সরকার সর্বাত্মক সচেষ্ট রয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি জানান, ড্যাপের চিহ্নিত জলাশয় ও জলাধার এবং ভূমি রেকর্ড অনুযায়ী সিএস ও আরএস নক্সায় চিহ্নিত খালগুলো অবৈধভাবে যেসব হাউজিং কোম্পানি কর্তৃক ভরাট করা হচ্ছে, সে সকল প্রকল্প উদ্যোক্তাদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজউকের আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
×