ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদেশ শ্রীবাস্তবের মৃত্যুতে বলিউডে শোক

প্রকাশিত: ০৭:১০, ৮ সেপ্টেম্বর ২০১৫

আদেশ শ্রীবাস্তবের মৃত্যুতে বলিউডে শোক

সংস্কৃতি ডেস্ক ॥ সদাহাস্যময় প্রতিভাবান সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তবকে হারিয়ে শোকে মুহ্যমান বলিউড। চলচ্চিত্রের পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আদেশকে নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দিয়েছেন অনেকেই। অনুপম খের থেকে লতা মঙ্গেশকর। সোনু নিগম থেকে শ্রেয়া ঘোষাল। রীতেশ দেশমুখ কিংবা সুস্মিতা সেন। বলিউডের অনেক তারকা আদেশকে নিয়ে নানা টুইট করেছেন। সনু নিগম লিখেছেন, একসঙ্গে কত ভাল সময় কাটিয়েছি। কত ভাল ভাল কাজ করেছি। একজন সত্যিকারের বন্ধু আর ভাইকে হারালাম। অনুপম খের লিখেছেন, ঈশ্বরের কাছে আমরা কতটা অসহায়। আদেশ শ্রীবাস্তব, তোমার পরিবার এই ক্ষতি সামলে উঠুক। বাংলাদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা ‘অগ্নিপথ’ চলচ্চিত্রে আদেশের সঙ্গে একটি গান গেয়েছিলেন। এই শিল্পীর মৃত্যুতে শিল্পী রুনা লায়লাও স্মৃতি চারণ করেছেন। তিনি বলেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আদেশের চলে যাওয়াতে আমি গভীরভাবে শোকাহত। তিনি আমার সহশিল্পী ছিলেন। আমার এক সঙ্গে ‘অগ্নিপথ’ চলচ্চিত্রে গেয়েছিলাম। তার আত্মা শান্তিতে থাকুক এই কামনা করি। বলিউডে সঙ্গীত পরিচালক হিসেবে আদেশ শ্রীবাস্তবের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৩ সালে। ‘কন্যাদান’ চলচ্চিত্রের গানে প্রথম সুর দিয়েছিলেন তিনি। কিন্তু সে চলচ্চিত্র মুক্তি পায়নি। তবে আদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘চলতে চলতে’, ‘বাগবান’, ‘বাবুল’, ‘কাভি খুশি কাভি গম’, ‘রাজনীতি’সহ বলিউডে শতাধিক চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন তিনি। ‘ক্যায়া আদা, ক্যায়া জলওয়ে তেরে পারো’, ‘গুর নালোন ইশ্ক মিঠা’, ‘সোনা সোনা’, ‘শাভা শাভা’ প্রভৃতি গানের সুরকার তিনি। বলিউডের ক্যারিয়ারে একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন। তার সুরে গেয়েছেন লতা মুঙ্গেশকর শুরু করে অনেক শিল্পী। ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার রাতে মুম্বাইয়ের আম্বেনি ধিরুবাই হাসপাতালে মারা যান আদেশ শ্রীবাস্তব।
×