ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘তোমার স্বপ্ন করো সত্যি’

চট্টগ্রাম থেকে নির্বাচিত হলেন ৫৮ নারী

প্রকাশিত: ০৬:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রাম থেকে নির্বাচিত হলেন ৫৮ নারী

আত্মপ্রত্যয়ী নারীর স্বপ্নপূরণের পথে পাশে থাকার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, ফেয়ার এ্যান্ড লাভলী ফাউন্ডেশন আয়োজিত ‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেন। এ ক্যাম্পেনের কার্যক্রম অনুসারে প্রাথমিকভাবে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং ব্যবসা শুরু করতে আগ্রহী নারীদের এ পর্যন্ত সাত হাজার ৫৫০ আবেদনপত্র জমা পড়েছে। এসব আবেদনকারী নারীদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য ৩৫৫ নারীকে নির্বাচন করে তাদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং কারিগরি ট্রেনিংয়ের অনুদান বা ব্যবসা শুরু করার মূলধন দেয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই দেশের ৬ বিভাগে শুরু হয়েছে ইন্টারভিউ সেশন। এই সেশনে বিচারকরম-লী চট্টগ্রাম বিভাগের ১০৩ প্রার্থীর মধ্য থেকে যোগ্য হিসেবে নির্বাচন করেছেন ৫৮ নারীকে। -বিজ্ঞপ্তি হাজীদের জন্য ইনকামিং কলে বিনামূল্যে আন্তর্জাতিক রোমিং সুবিধা বাংলালিংকে হজযাত্রীদের জন্য ইনকামিং কলে বিনামূল্যে আন্তর্জাতিক রোমিং সুবিধা নিয়ে এসেছে বাংলালিংক। বাংলালিংক পবিত্র হজ উপলক্ষে মোবাইল ফোনে সৌদি আরবে কথোপকথন বা কথা বলার ক্ষেত্রে বিশেষ রোমিং রেট চালু এবং ইনকামিং কল সম্পূর্ণ ফ্রি করেছে। বাংলালিংকের নতুন এই সুবিধা পেতে হলে গ্রাহককে তাঁর মোবাইল হ্যান্ডসেটে সৌদি আরবের ‘‘মবিলি’’ (গড়নরষু) নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। বাংলালিংকের বিদ্যমান প্রি-পেইড ও পোস্ট-পেইড উভয় ধরনের গ্রাহকই এ সুবিধা উপভোগ করতে পারবেন। তবে নতুন গ্রাহককে সুবিধাটি পেতে হলে বাংলালিংকের বিক্রয় ও গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবে। বাংলালিংকের পুরনো অর্থাৎ বর্তমান রোমিং গ্রাহককে অবশ্য বিক্রয় ও গ্রাহক সেবা কেন্দ্রে যেতে হবে না। বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই গর্বিত। -বিজ্ঞপ্তি
×