ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলবেন ধোনি-কোহলিরা!

প্রকাশিত: ০৬:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলবেন ধোনি-কোহলিরা!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব দরবারে টাইগার ক্রিকেট যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তার আরও একটি নিদর্শন স্থাপিত হতে যাচ্ছে। এক সময় এমনকি বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষেও তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে লাগলু-বুগলুদের নিয়ে একাদশ সাজাত শক্তিধর দেশগুলো অথচ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা! রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এমন খবর জানিয়েছে। আগামী অক্টোবর-নবেম্বরে ঘরের মাটিতে প্রবল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘ সিরিজে মুখোমুখি হবে ভারত। প্রোটিয়াদের সঙ্গে তিন টি২০, পাঁচ ওয়ানডে ও চার টেস্টের লড়াইয়ে অংশ নেবে টিম ইন্ডিয়া। প্রস্তুতি সেরে নিতেই ঘরের মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলতে পারেন ধোনি-কোহলিসহ ভারতের প্রতিষ্ঠিত আরও অনেকে ক্রিকেটার। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০০০ সালে বাংলাদেশ তাদের ইতিহাসের প্রথম টেস্টটি খেলেছিল ভারতের বিপক্ষে। তবে অর্থ-প্রতিপত্তি, প্রশাসনিক ক্ষমতার বিচারে বিশ্ব ক্রিকেটকে শাসন করা দেশটি এখনও পর্যন্ত নিজেদের মাটিতে টেস্ট সিরিজ খেলার জন্য টাইগারদের ডাকেনি! জাতীয় দল আমন্ত্রণ না পেলেও আগামী সপ্তাহে তিন ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। পিটিআইর ভাষ্য, বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে টেস্ট অধিনায়ক কোহলি, ওয়ানডে সেনাপতি ধোনি, তারকা ব্যাটসম্যান আমবাতি রাইডু ও সুরেশ রায়নাদের। সদসমাপ্ত শ্রীলঙ্কা সফরের আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে এমনিভাবে একাধিক ম্যাচে অংশ নিয়েছিলেন কোহলিরা। প্রস্তুতিটা ভারত টেস্ট অধিনায়কের জন্য ভাল কাজে দেয়। নেতৃত্বের প্রথম পূর্ণাঙ্গ সিরিজেই বাজিমাত করেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘ ২২ বছর পর টেস্ট সিরিজ জেতে (২-১এ) কোহলি-বাহিনী। বিশ্বকাপের আগে টেস্ট থেকে অবসর নেন ধোনি। ‘ক্যাপ্টেকুল’ অবশ্য নেতৃত্বটা চালিয়ে যাচ্ছেন রঙিন পোশাকের ওয়ানডে ও টি২০তে। দীর্ঘ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর চ্যালেঞ্জটা তাকেই মোকাবেলা করতে হবে। তাই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলে নিজেদের ঝালাই করে নিতে পারেন ধোনি, রায়না, রাইডুরা। ভারত সফরে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পঞ্চাশ ওভারের সব ম্যাচই হবে বেঙ্গালুরুতে। এরপর প্রথম তিন দিনের ম্যাচ মহীশূরে। ২২ তারিখ থেকে শুরু হওয়া ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারতের প্রথমশ্রেণীর ঐতিহ্যবাহী টুর্নামেন্ট রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দল কর্নাটক। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
×