ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাটট্রিকে শুরু দ্রগবার

প্রকাশিত: ০৬:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৫

হ্যাটট্রিকে শুরু দ্রগবার

স্পোর্টস রিপোর্টার ॥ গত তিন বছর বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের লীগে খেলেছেন। এ বছর পাড়ি জমিয়েছেন নতুন এক জায়গায়। চেলসি ছেড়ে ২০১২ সালে চীনে গিয়ে সাংহাই শিনহুয়া, ২০১৩ সালে তুরস্কের গালাতাসারে এবং গত বছর আবার চেলসিতে ফিরেছিলেন। এবার তিনি মন্ট্রিল ইমপ্যাক্টে যোগ দিয়েছেন। আইভোরি কোস্টের ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার (এমএলএস)। আর এ টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। তাঁর করা তিন গোলের সুবাদে মন্ট্রিল ইমপ্যাক্ট ৪-৩ গোলে হারিয়েছে শিকাগো ফায়ারকে। ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। ক্যারিয়ারে ইতি টানার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের এমএলএস আসর খেলছেন এ বছর দ্রগবা। সাবেক এ চেলসি তারকাকে পেয়ে দারুন এক সংবর্ধনাও দিয়েছে মন্ট্রিল ইমপ্যাক্ট। আর মাঠে নামার পর নিজের সামর্থ্যরে স্বাক্ষরটাও দেখিয়েছেন। ২১ মিনিটে প্রথম গোল করার পর আরও দুটি গোল করেছেন তিনি। প্রথম গোলটি বাঁ পায়ে, দ্বিতীয়টি ডান পায়ে এবং তৃতীয় গোলটি হেডে করেন দ্রগবা। তবে ম্যাচে দর্শক উপস্থিতিটাই তাঁকে দারুণ আনন্দিত করেছে। ম্যাচশেষে দর্শকদের সামনে তিনি নিজের জার্সি খুলে প্রদর্শন করেন। ম্যাচসেরা হওয়ার পরে তিনি বলেন, ‘দর্শকরা এখানে দারুণ। এই যে আমি আজ ম্যাচসেরার ট্রফিটা পেলাম সেটা এই দর্শকদের। তাঁরা আমাকে দিয়েছেন আর আমি দর্শকদের দিলাম।’ দ্রুগবার নৈপুণ্যে দারুণ খুশি মন্ট্রিল কোচ মাউরো বিয়েলো। তিনি বলেন, ‘আমি কী বলতে পারি? কী দুর্দান্ত নৈপুণ্য দেখালেন দ্রগবা! তিনি সবখানেই জেতেন এবং সেজন্যই যেন প্রস্তুতি নিয়ে আসেন। তিনি নিজেকে দুর্দান্ত অনুপ্রেরণা হিসেবেই নিজেকে এখানে প্রদর্শন করলেন। তাঁর মধ্যে জয়ের যে আকাক্সক্ষা কাজ করে সেটা আজ রাতে দেখতে পেলাম।’ অবশ্য দ্রগবা দলের নৈপুণ্যে তেমন খুশি হতে পারেননি। জয় পেলেও দলগতভাবে মন্ট্রিল ভাল খেলতে পারেনি বলে মনে করেন তিনি। এ বিষয়ে দ্রগবা বলেন, ‘আমার কাছে এটাকে খুব ভাল ফল মনে হচ্ছে না। সবচেয়ে জরুরী বিষয় যেটা তা হচ্ছে আমরা তিনটা পয়েন্ট পেয়েছি। কিন্তু যখন ম্যাচটার দিকে তাকাবেন, তখন জানবেন যে আমরা প্রচুর সুযোগ পেয়েছি। সহজ সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি। তাই আমার মনে হয় দলগতভাবে আমাদের আরও ভাল করতে হবে। যাই হোক এটা আমার নতুন এক কোচের অধীনে নতুন শুরু। আমরা আজ কয়েকজন ভাল খেলোয়াড় নিয়ে নামতে পারিনি। কিন্তু যারা খেলেছে তাঁরা দেখিয়েছেন দলের জন্য কিছু করার সামর্থ্য রয়েছে। আমরা পিছিয়ে পড়েও জিতেছি সেটা অবশ্যই অনেক ভাল ব্যাপার।’
×