ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে চাহিদা বাড়ছে বস্ত্র খাতের

প্রকাশিত: ০৫:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে চাহিদা বাড়ছে  বস্ত্র খাতের

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্রাবস্থা দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কিছুটা বাড়লেও অপর দুটি সূচক কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকই কমেছে। উভয় বাজারে ছোট মূলধনী কোম্পানি বিশেষ করে দীর্ঘদিন পরে বস্ত্র খাতের কোম্পানিগুলোর আলাদা চাহিদা তৈরি হয়েছে। দরবৃদ্ধির শীর্ষ তালিকাতে তিনটি এই খাতের কোম্পানি জায়গা করে নিয়েছে। তবে উভয় বাজারেই লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইতে ৪৩৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৪ কোটি ৫০ লাখ টাকা বা ১২ দশমিক ৯৪ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : আমান ফিড লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বারাকা পাওয়ার। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : হাক্কানী পাল্প, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, মেট্রো স্পিনিং, অলটেক্স, সিএমসি কামাল, এনসিসি মিউচুয়াল ফান্ড ১ ও ইসলামিক ফাইন্যান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো : মডার্ন ডাইং, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, প্রথম বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, জেমিনি সী ফুড, আইসিবি ১ম এনআরবি, ইস্টার্ন লুব্রিক্যান্টস ও আইএফআইসি মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির, দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমান ফিড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এমারেল্ড ওয়েল, সামিট পোর্ট এলায়েন্স, এ্যাপোলো ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, অলিস্পিক এক্সেসরিজ, ফার কেমিক্যাল ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×