ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ত্র ও বিস্ফোরকসহ কক্সবাজারে দুই জঙ্গী আটক

প্রকাশিত: ০৫:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৫

অস্ত্র ও বিস্ফোরকসহ কক্সবাজারে দুই জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ মিয়ানমারের ২ জঙ্গীকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। আটক জঙ্গীরা হচ্ছে-মিয়ানমারের মংডু জেলার উকিলপাড়ার মোঃ আব্দুল হাকিমের পুত্র মোঃ ইউনুছ (৩৫) ও একই জেলার জামবইন্ন্যা এলাকার অলি আহমদের পুত্র মোঃ রফিক (২৬)। এরা শহরের উত্তর তারাবনিয়ারছড়ার আবু তাহেরের মালিকানাধীন একটি ভবনের ৩নং ফ্ল্যাটের ভাড়াটিয়া বাসিন্দা। ধৃত জঙ্গীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে-১টি বিদেশী পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন, বিভিন্ন পিস্তলের ৪ রাউন্ড কার্তুজ, একে-৪৭ রাইফেলের ৫টি বেয়নেট চাকু ও ২টি টিপ চাকু, হাত-পা বেঁধে রাখার বিশেষ ধরনের ৫০টি রশি, ১০টি মুখোশ, ১শ’ এমএল হাইড্রোজেন পারঅক্সাইড, সাড়ে ১৬ কেজি চুনের গুঁড়া, ১০লিটার নাইট্রিক এ্যাসিড, ২০ গ্রাম গন্ধকের গুঁড়া, ফিটকিরি ভাঙ্গা, ৭টি বিদেশী নোট ও বিভিন্ন রকমের পরনের সরঞ্জামাদি। তবে আটককৃতরা কোন জঙ্গী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তা নিশ্চিত করতে পারেনি র‌্যাব কর্তৃপক্ষ। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৫ মাস ধরে ধৃত জঙ্গীরা ওই বাসায় ভাড়া থেকে ছদ্মবেশে জঙ্গীপনা চালিয়ে যাচ্ছে গোপনে। তাদের কাছে প্রায় সময় অচেনা লোকজন ও একটি রাজনৈতিক দলের কতিপয় নেতাকে যাওয়া-আসা করতে দেখেছেন স্থানীয়রা। র‌্যাব-৭-এর উপ-পরিচালক মেজর এএইচ মহিউদ্দিন জানান, গোপনে খবর পেয়ে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালিয়ে প্রথমে শহরের কালুর দোকান থেকে ইউনুছকে অস্ত্রসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে আরও অস্ত্র এবং বিস্ফোরকসহ রফিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।
×