ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৪, ৬ সেপ্টেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. বাংলাদেশের জনগণ নাগরিক হিসেবে কী? ক) বাঙালী খ) বাঙাল গ) বাংলাদেশী ঘ) পশ্চিমা ২. রাষ্ট্রচিন্তায় ম্যাকিয়াভেলির অবদান কী? ক) নগর রাষ্ট্রের ধারণা উদ্ভাবন খ) আধুনিক রাষ্ট্রের ধারণা প্রদান গ) সমাজতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো প্রবর্তন ঘ) জাতীয় রাষ্ট্রের ধারণা প্রদান ৩. কোন দিক হতে রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য বিদ্যমান? ক) প্রকৃতিগত খ) বস্তুগত গ) অবস্তুগত ঘ) ব্যাখ্যাগত ৪. শাসন বিভাগকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ কীভাবে সাহায্য করে? ক) যোগাযোগ রক্ষা করে খ)আর্থিক সাহায্য করে গ) তথ্য দিয়ে ঘ) প্রযুক্তি দিয়ে ৫. স্বাধীন সংবাদমাধ্যম কোনটিকে রক্ষা করে? ক) মানবাধিকার খ) সম্পত্তির নিরাপত্তা গ) ভ্রাতৃত্ববোধ ঘ) সহমর্মিতা ৬. পরিবারে যাদের আদর্শ মানুষকে বেশি প্রভাবিত করে- র. বাবা-মার রর. ভাই-বোনের ররর. প্রতিবেশীর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৭. গণতান্ত্রিক মূল্যবোধে কাকে সবচেয়ে বেশী প্রাধান্য দেয়া হয়? ক) সরকারকে খ) বিচারপতিকে গ) নাগরিককে ঘ) সেনাবাহিনীকে ৮. প্রতিটি সরকার গঠিত হয়- র. আইন বিভাগ নিয়ে রর. শাসন বিভাগ নিয়ে ররর. বিচার বিভাগ নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৯. নাগরিকথার জাতীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট বা জড়িত? ক) আইনসভা খ) বিচারবিভাগ গ) জেলা পরিষদ ঘ) রাষ্ট্র ১০. তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো- র. তথ্যপ্রবাহ অবাধ করা রর. স্বচ্ছতা আনয়ন করা ররর. দুর্নীতি রোধ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১১. রাজনৈতিক জোট গড়ে ওঠার প্রবণতা দেখা যায কী ধরনের শাসনব্যবস্থায়? ক) একদলীয় ব্যবস্থায় খ) দ্বিদলীয় ব্যবস্থায় গ) বহুদলীয় ব্যবস্থায় ঘ) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ১২. দেশপ্রেম ও ত্যাগের জন্য দেশবাসী শেখ মুজিবুর রহমানকে কোন উপাধিতে ভূষিত করে? ক) দেশবন্ধু খ) বঙ্গবন্ধু গ) বঙ্গবন্ধু ঘ) বঙ্গবিবেক ১৩. ′উব ঔঁৎর ইবষষর ধপঃ চধপরং′- গ্রন্থটি কার রচনা? ক) উইলোবি খ) গ্রোটিয়াস গ) উইলসন ঘ) লাস্কি ১৪. কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব? ক) ওচজ খ) ওজজ গ) ওওজ ঘ) ওঘজ ১৫. জাতি গঠনের প্রাথমিক উপাদান- ক) জাতীয়তা খ) ভাষাগত ঐক্য গ) ধর্মীয় ঐক্য ঘ) বাণিজ্যিক ঐক্য ১৬. আমলাতন্ত্র হলো সর্বাধিক- যুক্তিভিত্তিক রর. উন্নয়নশীল প্রতিষ্ঠানররর. প্রগতিশীল প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১৭. তথ্য অধিকারের বিষয়টি মূলত কোথায় সীমাবদদ্ধ? ক) গ্রামে খ) জেলায় গ) বিভাগে ঘ) রাজধানীতে সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (ক) ৪. (গ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (গ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (ঘ)
×