ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আব্দুল্লাহ আল মামুনের ‘তাহাদের যৌবনকাল’

প্রকাশিত: ০৬:১৪, ৬ সেপ্টেম্বর ২০১৫

আব্দুল্লাহ আল মামুনের ‘তাহাদের যৌবনকাল’

সংস্কৃতি ডেস্ক ॥ আব্দুল্লাহ আল মামুনের রচনা এবং সাজ্জাদ হাসান বাবলুর পরিচালনায় এটিএন বাংলায় আজ রবিবার থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল।’ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, রামেন্দু মজুমদার, শহিদুজ্জামান সেলিম, দিবা নার্গিস, রুমানা, সাব্বির আহমেদ, আলভী, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, এসএম মহসীন, সোহেল খান, আমীন আজাদ, তন্দ্রা, আবিদ রেহান, বাবুল আহমেদ, শিরীন বকুল, ফজলুর রহমান বাবু, ইলোরা নাহিয়ান, সুবর্ণা মজুমদার, পরেষ আচার্য প্রমুখ। নাটকটি সপ্তাহে প্রতি রবি ও সোমবার রাত ৮-৪০ মিনিটে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে পেটে-ভাতে মেসের সিনিয়র মোস্ট মেম্বার চিরকুমার সাজ্জাদ আলী চৌধুরী নানা ধাঁধাঁয় সমবেত নবীন প্রবীণ উভয়বিধ যুবকেরা উত্তর দিতে উৎসাহী হয়ে ওঠে। ভুল উত্তর দেয়ায় সাজ্জাদ চৌধুরী বেমক্কা ধমক লাগায়। উপস্থিত যুবকেরা এটুকু টাল খেয়ে যায়। যেখানে উল্টো তারাই কারণে অকারণে এই ভীরু প্রকৃতির পৌঢ়কে ডাঁট দেখায়। আজ সেই কি না ধমক দিচ্ছে। এভাবেই এগিয়ে কাহিনী।
×