ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দিনব্যাপী শিক্ষার্থীদের হিসাব খোলার মেলা

প্রকাশিত: ০৬:০৯, ৬ সেপ্টেম্বর ২০১৫

বগুড়ায় দিনব্যাপী শিক্ষার্থীদের হিসাব খোলার মেলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ব্যাংকিং শুধুমাত্র বড়দের নয়। স্কুল শিক্ষার্থীরাও ব্যাংকে হিসাব খুলে টাকা জমা ও ওঠাতে পারে। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে ব্যাংকিং সেবার আওতা বাড়াতে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে বগুড়া বাংলাদেশ ব্যাংক (বিবি) চত্বরে দিনব্যাপী স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের হিসাব খোলার মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক বগুড়ার মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিবি প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান। স্কুল শিক্ষার্থী সঞ্চারী ম-ল স্কুল ব্যাংকিংয়ে তার সঞ্চয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও সকল ব্যাংকের যৌথ উদ্যোগে বিভাগীয় শহরের পর বগুড়া জেলা শহরে স্কুল ব্যাংকিং কনফারেন্স মেলা (শিক্ষার্থীদের হিসাব খোলার মেলা) অনুষ্ঠিত হলো। বাংলাদেশ ব্যাংক বগুড়ার আওতায় এই অঞ্চলের সকল রাষ্ট্রায়ত্ত ও পাবলিক ব্যাংক মেলায় স্টল দেয়। প্রায় ৫০টি স্টলেই দিনভর শিক্ষার্থীরা হিসাব খোলে। সূত্র জানায়, দেড় বছরে বগুড়া অঞ্চলের ৪১টি ব্যাংকের শাখায় ১৩ হাজার শিক্ষার্থী হিসাব খুলেছে। যে পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এক শ’ টাকা দিয়ে হিসাব খুলতে পারে।
×