ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পণ্ডিত রামকানাই দাশের প্রথম প্রয়াণবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:৪৮, ৫ সেপ্টেম্বর ২০১৫

পণ্ডিত রামকানাই দাশের প্রথম প্রয়াণবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতগুরু রামকানাই দাশের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। গত বছরের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। পুরাতনী বাংলা গান নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এই গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় বিশেষ ভূমিকা রাখেন। দেশে বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী। নিজের প্রতিষ্ঠিত বিনে পয়সার পাঠশালায় তিনি দরিদ্র, পিছিয়ে পড়া ও ছিন্নমূল শিশুদের গান শেখাতেন। তিনি ১৯৩৫ সালের ১৫ এপ্রিল সুনামগঞ্জের শালা উপজেলার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন খেয়ালগায়ক, লোকগানের শিল্পী, গুণী তবলাবাদক, সঙ্গীত শিক্ষক, গীতিকার, সুরকার, সংগ্রাহক ও সংগঠক। বাংলাদেশে শুদ্ধ সঙ্গীতের বিকাশ ও প্রসারে নিরলস কাজ করে গেছেন আজীবন। বিলুপ্ত প্রায় লোকসঙ্গীত সংগ্রহ করে এবং সেগুলো দেশে-বিদেশে শ্রোতাদের কাছে পৌঁছে দিতেন। বরেণ্য এই শিল্পীর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে প-িত রামকানাই দাশ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে তাঁর রচিত ও সুরারোপিত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও স্মরণানুষ্ঠান। সংগঠনের সদস্যসচিব পিনুসেন দাশ জানান, প্রথম প্রয়াণ দিবস উদ্যাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে ১১০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবনে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করবেন সঙ্গীতশিল্পী আব্দুল হাদী। কর্মশালা পরিচালনা করবেন প-িত রামকানাই দাশের সুযোগ্য উত্তরসূরী শিল্পী কাবেরী দাশ। কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। রেজিস্ট্রেশনের জন্য ০১৯১১-৩৪৯ ২৬৭ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় স্মরণসভা, সনদপত্র বিতরণ, প-িত রামকানাই দাশের সুরময় জীবন নিয়ে নিরঞ্জন দে নির্মিত তথ্যচিত্র, ‘সুরের পথিক’ প্রদর্শনী এবং তাঁর রচিত ও সুরারোপিত সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচক হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী অনুপ ভট্টাচার্য ও শিল্পী কাবেরী দাশ। মূল প্রবন্ধ পাঠ করবেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাশ। এই আয়োজন উপলক্ষ্যে রামকানাই দাশের জীবন ও কর্ম নিয়ে দেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের লেখা নিয়ে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে।
×