ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৫

 শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য। তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, তাতে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসবে। শুক্রবার সকালে তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া (মাওয়া) নদী বন্দরে স্পিডবোট ও ট্রলার চালকদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। নৌমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তাই কিন্তু আসল ব্যাপার। যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা গত তিন বছর পূর্বে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে স্পিডবোটে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করেছি। প্রথম দিকে আমরা দেখেছি, অনেক যাত্রী লাইফ জ্যাকেট খুলে ফেলেছে। তারা বলেছে গরমের কারণে জ্যাকেট খুলে ফেলেছি। আমি তখন নিজে উপস্থিত থেকে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিয়েছি। এখন কিন্তু এখন আর সে অবস্থা নেই। এখন যাত্রীরাই জ্যাকেট পরে। তারা সচেতন হয়েছে। এ ব্যাপারে স্পিড বোট মালিক-চালক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিতে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সমুদ্র পরিবহন অধিদফতরে মহাপরিচালক কমডোর জাকিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ইকবাল হোসেন, শিমুলিয়া স্পিড বোট ঘাটের ইজারাদার ও মেদিনিম-ল ইউনিয়নের আঃলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বিআইডব্লিউটিসির এজিএম এসএম আশিকুজ্জামান, বন্দর ও পরিবহন কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ ।
×