ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:৩৮, ৫ সেপ্টেম্বর ২০১৫

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ  শেখের শাহাদাত বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৪ সেপ্টেম্বর ॥ শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ট্রাস্ট নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ’র প্রতিকৃতি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কোরনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চ-িবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে অংশগ্রহণ করে যুদ্ধ করেন। যুদ্ধচলাকালীন শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি সেপ্টেম্বর পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও সহযোদ্ধাকে কাঁধে নিয়েই এলএমজি হাতে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেছেন। হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙ্গে যায়। তবুও গুলি চালান। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন।
×