ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসুন বানভাসীর পাশে দাঁড়াই

প্রকাশিত: ০৬:১৮, ৫ সেপ্টেম্বর ২০১৫

আসুন বানভাসীর  পাশে  দাঁড়াই

টানা বর্ষণের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও উজানের পাহাড়ী ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি সবচেয়ে নাজুক। পানিবন্দী অবস্থায় লাখ লাখ মানুষ চরম উৎকণ্ঠায় দিন গুজরান করছে। দেশের বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে মারা গেছে কয়েকজন। সরকারী পর্যায় থেকে ত্রাণসামগ্রী দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। মানুষের পাশাপাশি গবাদিপশুর অবস্থাও তথৈবচ। বন্যার পানিতে লাখ লাখ একরের ফসল ডুবে কৃষকের মাথায় হাত। শিক্ষাপ্রতিষ্ঠান জলমগ্ন থাকায় শিক্ষার্থীদের পড়াশোনাও বন্ধ। উত্তরাঞ্চলের প্রায় সব জেলার নন-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আবহাওয়া অফিসও কোন সুখবর দিতে পারছে না বানবাসীদের। বন্যার পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী লাখ লাখ মানুষ চরম অনিশ্চয়তা ও বিপদের মধ্যে আছে। পানিবন্দী এসব মানুষ আজ বড় বড় প্রতিশ্রুতি চায় না, তারা চায় পর্যাপ্ত ত্রাণ নিয়ে তাদের পাশে এসে দাঁড়াক মানুষ। মানবতা। আসুন, আমরা আজ যে যেভাবে পারি বানভাসী মানুষের পাশে দাঁড়াই। আফতাব চৌধুরী লেমুয়া বাজার, ফেনী ধভঃধনপযড়ফিযঁৎু১২৩@ মসধরষ.পড়স
×