ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দু’টি ফার্মেসিকে র‌্যাবের মোবাইল ফোর্সের জরিমানা

প্রকাশিত: ০৮:৪৭, ৪ সেপ্টেম্বর ২০১৫

দু’টি ফার্মেসিকে র‌্যাবের মোবাইল ফোর্সের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ঢাকার অন্যতম বৃহত্তম ফার্মেসি লাজ ফার্মাকে ৪ লাখ টাকা এবং তাজরিন ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলাবাগানে র‌্যাব ফার্মেসি দুটিতে অভিযান চালায়। দোকানে আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত ওষুধগুলো আমদানি নিষিদ্ধ। যা হার্ট, কিডনি, ক্যান্সারের বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মাঠ কর্মকর্তা খালিদ, ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
×