ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলারির কাছে ই-মেইলে ইউনূস দেশবিরোধী চক্রান্ত করেন ॥ হাজী সেলিম

প্রকাশিত: ০৮:১৯, ৪ সেপ্টেম্বর ২০১৫

হিলারির কাছে ই-মেইলে ইউনূস দেশবিরোধী চক্রান্ত করেন ॥ হাজী সেলিম

সংসদ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সম্ভাব্য প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে ই-মেইল বার্তায় নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূস দেশবিরোধী ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। বৃহস্পতিবার তিনি পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে এ বিষয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানান। হাজী সেলিম বলেন, ইউনূস হিলারিকে প্রায় সাড়ে ৭ হাজার ই-মেইল বার্তা পাঠান; তার মধ্যে ৩১৪টি ছিল বাংলাদেশ প্রসঙ্গে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমেরিকার ক্লাসিফাইড নোটিস হিসেবে বিবেচ্য হওয়ায় ২০২৫ সালের আগে প্রকাশ করা হবে না। হাজী সেলিম বলেন, হিলারির কাছে তার আব্দার ছিল, তাকে যেন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে রাখা হয়। নির্ধারিত বয়স পার হয়ে যাওয়ার পরও গ্রামীণ ব্যাংকে যাতে এমডি থাকতে পারেন তার জন্য ব্যবস্থা করার কথা বলেছিলেন। তিনি (ইউনূস) বাংলাদেশে দুর্যোগ আবহাওয়া, আইলা, জ্বালাও-পোড়াও আন্দোলন কত কিছু ছিল সেগুলো না পাঠিয়ে তিনি এসব পাঠিয়েছেন। উদ্দেশ্যÑ সরকারকে চাপ দেয়া।
×