ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাইটেক বিনিয়োগে ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা

প্রকাশিত: ০৬:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৫

হাইটেক বিনিয়োগে ১০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে হাইটেক বিনিয়োগের মাধ্যমে দেশের ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। লক্ষ্যপূরণের পলিসি ও রোডম্যাপ চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে আয়োজিত স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিল্পের জন্য উপযুক্ত বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষ্য নিয়ে আগামী ২০২১ সালের মধ্যে হাইটেক সেক্টরে প্রায় ৫৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি হাইটেক পার্ক বিশেষ করে কালিয়াকৈর হাইটেক পার্কে ৩টি ব্লকে ডেভেলপার নিয়োগসহ যশোর ও সিলেটে সহায়ক প্রাথমিক অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যে রোড শো বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে লন্ডনে দুদিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো’র আয়োজন করা হচ্ছে। লন্ডনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর এই রোড শো হবে। বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এসএ সামাদসহ বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন বিদেশী ব্যাংকের কর্মকর্তারা এ আয়োজনে অংশ নেবেন বলে উদ্যোক্তরা জানিয়েছেন। গত বুধবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফে এক সংবাদ সম্মেলনে রোড শো সম্পর্কে বিস্তারিত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন, রোড শোতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, এনবিআর, এফবিসিসিআই, পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ব্যাংক, জ্বালানি ও বিদ্যুত বিভাগসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ ৭০ জন প্রতিনিধি লন্ডনে যাচ্ছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×