ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪২ শতাংশ

প্রকাশিত: ০৬:৩১, ৪ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। এদিকে নতুন তালিকাভুক্ত কোম্পানি আমান ফিডের দ্বিতীয় দিনের মতো দর কমেছে। শেয়ারটির লেনদেনের অস্বাভাবিকতা কমে যাওয়ার কারণেই বৃহস্পতিবারে পুুঁজিবাজার অনেকটা স্থিতিশীল আচরণ করছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এক শ্রেণীর বিনিয়োগকারী অতি মুনাফার আশায় হাতে থাকা শেয়ার বিক্রি করে মঙ্গলবারে আমান ফিডের পেছনে ছুটেছিল। যা কোনভাবেই এই বাজারের সঙ্গে সামঞ্জস্য ছিল না। কিন্তু বিনিয়োগকারীদের নিজেদের আচরণের পরিপক্বতা ফিরে আসতে খুব বেশি সময় লাগেনি। বাজার পর্যালোচনা করে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৭৬ টাকা বা ৪২ দশমিক ৯৪ শতাংশ বেশি লেনদেন। আগের দিন এ বাজারে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : আমান ফিড লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইবনে সিনা। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আনোয়ার গ্যালভানাইজিং, বিচ হ্যাচারী, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক, লিগ্যাসি ফুটওয়ার, জেমিনি সী ফুড, এ্যাপেক্স ফুডস, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট ও লিন্ডে বিডি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি ১ম এনআরবি, পিএফআই ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, আমান ফিড, আইসিবি এএমসিএল ২য়, আইসিবি এমপ্লয়ীজ মিউচুয়াল ফান্ড ১ এবং আইসিবি ২য় এনআরবি। এদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। সকালে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরুর পরে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি কোম্পানির, দর কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমান ফিড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমারেল্ড ওয়েল, বিচ হ্যাচারী, অলিম্পিক এক্সেসরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও বিএসআ্রএম লিমিটেড।
×