ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যানদের রান ক্ষুধা বাড়াতে হবে ॥ দ্রাবিড়

প্রকাশিত: ০৬:১০, ৪ সেপ্টেম্বর ২০১৫

ব্যাটসম্যানদের রান ক্ষুধা বাড়াতে হবে ॥ দ্রাবিড়

স্পোর্টস রিপোর্টার ॥ স্পিনের বিপক্ষে বরাবরই ভারতীয় ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়ে থাকে। কিন্তু এবার শ্রীলঙ্কা সফরে ভিন্ন বিষয় দেখা গেছে। যদিও ২২ বছর পর লঙ্কাভূমিতে আবার সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বিরাট কোহলি দল, কিন্তু গল টেস্টে চরম ভরাডুবি ঘটেছিল ভারতীয় ব্যাটিংয়ের। আর সেই বিপর্যয়ের পেছনে ছিল শ্রীলঙ্কার স্পিন আক্রমণ। থারিন্ডু কৌশল আর রঙ্গনা হেরাথের কাছে নতি স্বীকার করেছে ভারতের ব্যাটিং। এর পেছনের কারণ মূলত স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সেভাবে চড়াও না হয়ে দীর্ঘক্ষণ শুধু ব্যাট দিয়ে ঠেকিয়ে যাওয়া। এই সমস্যাটা বিশ্বের অন্য দেশের ভাল ব্যাটসম্যানদের মধ্যেও আছে। কিন্তু ভারতের সাবেক অপরিহার্য ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় মনে করেন স্পিনের বিরুদ্ধে রান করার তাগাদা থাকা জরুরী। স্ট্রাইকরেট বাড়ানো জরুরী এবং সিঙ্গেলস খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন তিনি। বর্তমানে ভারতীয় ‘এ’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। সম্প্রতিই তার অধীনে ভারত ‘এ’ একটি চারদিনের ম্যাচে হেরে গেছে সফরকারী অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। চেন্নাইয়ে খটখটে শুকনো উইকেটে অসি স্পিনার স্টিভ ও’কিফে নাজেহাল করেছেন ভারতের আগামী প্রজন্মকে। যদিও এর আগেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে এসেছিল দ্রাবিড় শিষ্যরা। তবে তরুণ ক্রিকেটাররা যেভাবে স্পিনের বিরুদ্ধে খেলেছেন তা দেখে সন্তুষ্ট তিনি। এখন তাদের প্রয়োজন ইনিংস বড় করা সামর্থ্য বাড়ানো এবং সেজন্য ধৈর্যটা জরুরী। দ্রাবিড় বলেন, ‘স্পিনের বিরুদ্ধে শট খেলার সামর্থ্য বিবেচনায় এ প্রজন্মটি চমৎকার। কিন্তু মানুষ হয় রক্ষণাত্মক কিংবা আক্রমণাত্মক। এর ওপরই নির্ভর করে প্রতিপক্ষরা কিভাবে ফিল্ডিং সাজাবে। যখন বাউন্ডারিতে ফিল্ডাররা থাকবেন তখন অবশ্যই রান করার সামর্থ্য বাড়াতে হবে। সেক্ষেত্রে কাভার বা পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে মারার প্রয়োজন থাকে না। রান ক্ষুধা বাড়াতে হবে এবং সে জন্য একটা করে রান নেয়াই যথেষ্ট হতে পারে। ইনিংসটা ভালভাবে দাঁড়িয়ে গেলে লংঅন কিংবা লংঅফ দিয়ে উঁচু করে মারার সামর্থ্যটাও বেড়ে যায়। এভাবেই দক্ষতা বাড়ে এবং সেদিকেই তরুণ ক্রিকেটারদের মনোযোগী হতে হবে। কিন্তু অধিকাংশ তরুণ ক্রিকেটারই যেটা করে তার হচ্ছে হয় বল ঠেকিয়ে যায় অথবা চড়াও হয়ে ছক্কা হাঁকানোর প্রবণতা দেখায়। উভয় ক্ষেত্রেই নিজের ওপর চাপটা বাড়ে। যখন বড় চাপের কোন খেলা থাকে তখন এ দুটি বিষয় একজন ব্যাটসম্যানকে আরও চাপের মধ্যে ফেলে দেয়।’ এবার শ্রীলঙ্কা সফরে গল টেস্টে একই বিষয় দ্রাবিড় খেয়াল করেছেন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে। নিজের শিষ্যদেরও একইভাবে বিপদে পড়তে দেখেছেন তিনি। এ বিষয়ে দ্রাবিড় বলেন, ‘এমনটা আমার দলের সঙ্গে গত সিরিজে কয়েকবার ঘটেছে। স্ট্রাইকরেট ঠিক রাখার দিকে মনোযোগী হতে পারিনি আমরা, সিঙ্গেলসও নিতে পারেনি যেটা চাপ সৃষ্টি করেছে এবং দ্রুত কিছু উইকেট হারাতে হয়েছে সে জন্য। আমরা স্পিনের বিরুদ্ধে অবশ্যই খারাপ খেলোয়াড় নই। কিন্তু হতে পারে ছেলেরা এখন অনেক বেশি টি২০ খেলার কারণে এক রানের মূল্যটা তাদের কাছে তেমন গুরুত্ব পায় না। কিন্তু মনে রাখতে হবে যে, অবশ্যই যে কোন ভাল ব্যাটসম্যান বড় শট খেলতে পারে। সেটা ভিভিএস লক্ষণ কিংবা মোহাম্মদ আজহারউদ্দিন রান করার দিকে মনোযোগী ছিলেন এবং ইনিংসকে একটা ভাল অবস্থানে নিয়ে যাওয়ার পর তারা বড় শট খেলেছেন। এই দক্ষতাটাই বাড়ানো প্রয়োজন।’
×