ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৭:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(পূর্ব প্রকাশের পর) ১৬. দুই স্ত্রী ও আট সন্তান নিয়ে শ্যামলের সংসার। তার পরিবারের ধরন কোনটি? ক) একপতœী খ) বহুপতি গ) একপতি ঘ) বহুপতœী ১৭. সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা রাখে - র. ব্যক্তির মনে দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে রর. মানুষকে শিক্ষাদান করার মাধ্যমে ররর. শিশুর মনে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশ? ক) মায়ানমার খ) নেপাল গ) ভারত ঘ) ভুটান ১৯. আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থনৈতিক সহায়তা প্রদান করে - র. অনুন্নত দেশসমূহকেস রর. উন্নয়নশীল দেশসমূহকে ররর. উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২০. মাথাপিছু আয়ের ভিত্তিতে নরওয়ে কী ধরনের দেশ? ক) মধ্য আয়ের খ) উচ্চ আয়ের গ) উচ্চ মধ্য আয়ের ঘ) নিম্ন মধ্য আয়ের ২১. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে? ক) দ্বাদশ খ) ত্রয়োদশ গ) চতুর্দশ ঘ) পঞ্চদশ ২২. বাংলাদেশের প্রমাণ সময় ও গ্রিনিচের সময়ের পার্থক্য কত? ক) ১২ ঘন্টা আগে খ) ৬ ঘন্টা পরে গ) ৬ ঘন্টা আগে ঘ) ৮ ঘন্টা পরে ২৩. বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার খুব দ্রত বিস্তার লাভ করছে। প্রায় সবার হাতেই মোবাইল এখন স্বাভাবিক ব্যাপার। এটি কী নির্দেশ করে? ক) প্রযুক্তির সঠিক ব্যবহার খ) বিজ্ঞানের উন্নতি, প্রসার ও তার সহজলভ্যতা গ) বিজ্ঞানের অনাকাঙ্ক্ষিত উন্নতি ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিকতা ২৪. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়? ক) তুলা খ) সুতা গ) কাপড় ঘ) শার্ট ২৫. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে ২৬. ভূমিকম্প কিরূপ দুর্যোগ? ক) সাধারণ খ) স্বাভাবিক গ) প্রাকৃতিক ঘ) কৃত্রিম ২৭. বাংলাদেশের কৃষিখাত কী খাতের কাঁচামাল যোগান দেয়? ক) শিল্পখাত খ) বাণিজ্য খাত গ) স্বাস্থ্য খাত ঘ) শিক্ষা খাত ২৮. কোনটি ব্যক্তিগত আয়ের ওপর ধার্যকৃত কর? ক) বাণিজ্য শুল্ক খ) আবগারি শুল্ক গ) মূল্য সংযোজন কর ঘ) আয়কর ২৯. বাংলাদেশে নদীপথের বাণিজ্যকে কত সালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়? ক) ১৯৬৫ খ) ১৯৭০ গ) ১৯৭২ ঘ) ১৯৭৬ ৩০. পৃথিবীর কক্ষপথটি দেখতে কেমন? ক) বৃত্তাকার খ) ত্রিভুজাকৃতির গ) উপবৃত্তাকৃতির ঘ) চতুর্ভুজাকৃতির ৩১. যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পরে ঘটে থাকে - র. স্ত্রী নির্যাতন রর. বিবাহ বিচ্ছেদ ররর. পারিবারিক স্থিতিশীলতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. জাতীয় সম্পদের প্রধান উৎস কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৩৩. মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী? ক) মোহাম্মদ আলী বগুড়া খ) চৌধুরী মোহাম্মদ আলী গ) লিয়াকত আলী খান ঘ) খাজা নাজিমুদ্দীন ৩৪. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী? ক) স্থানীয় সংসদ সদস্যের খ) সংসদের গ) বিভাগীয় কমিশনারের ঘ) সরকারের ৩৫. কোন শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত? ক) ঢাকা খ) সিলেট গ) গাজীপুর ঘ) নারায়ণগঞ্জ
×