ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও পোশাক শিল্পে প্রবৃদ্ধি ॥ শিল্পমন্ত্র

প্রকাশিত: ০৬:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৫

বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও পোশাক শিল্পে প্রবৃদ্ধি ॥ শিল্পমন্ত্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান রফতানি প্রবৃদ্ধির ক্ষেত্রে ধারাবাহিক ও দৃঢ় রেকর্ডের অধিকারী। এ ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাক শিল্প খাতে মূল্য সংযোজন, প্রয়োজনীয় কাঁচামাল ও এক্সেসরিজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ‘১৬তম আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী ২০১৫’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন। সেমস্ গ্লোবাল-ইউএসএ এ্যান্ড এশিয়া প্যাসিফিকে আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এতে বিশেষ অতিথি ছিলেন। সেমস্- গ্লোবাল-ইউএসএ এ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার অসীম কে মহাজন ও এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন। শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্প খাত। এতে ১৫টি দেশের প্রায় ৬০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ত্রিমাত্রিক এ প্রদশর্নীতে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির টেক্সটাইল ও পোশাক, সুতা ও ফেব্রিক, ডাইং ও কেমিক্যাল পণ্য, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ প্রদর্শনী বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের গুণগত মানোন্নয়ন ও উন্নত প্রযুক্তি হস্তান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
×