ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মারে-ফেদেরারের সহজ জয়

প্রকাশিত: ০৬:১২, ৩ সেপ্টেম্বর ২০১৫

মারে-ফেদেরারের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই ইউএস ওপেনে যাত্রা শুরু করেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার এবং এ্যান্ডি মারে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ফেদেরারের খুব সহজেই হারিয়েছেন আর্জেন্টাইন ৩৪ নাম্বার তারকা লিওনার্দো মায়ার। মাত্র ৭৭ মিনিটের লড়াইয়ে তিনি ৬-১, ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করেন লিওনার্দো মায়ারকে। ইউএস ওপেনের ইতিহাসে গত ৪৫ বছর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে সুইস এই তারকার সামনে। সেই লক্ষে নিজের দুর্দান্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রেখে ১২টি এস মেরেছেন, ২৯টি উইনিং শট খেলেছেন এবং ছয়বার সার্ভিস ব্রেক করেছেন। ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী ফেদেরার দারুণ রোমাঞ্চিত, ‘আমি এখন ভাল অনুভব করছি। গতকালও আমি এতটা আত্মবিশ্বাসী ছিলাম না। মনে হচ্ছিল ম্যাচটা অন্য আরও কয়েকটি ম্যাচেই মতোই স্বাভাবিক হবে যেখানে আমি নিজেকে মেলে ধরতে পারি না।’ দ্বিতীয় পর্বে ১৭ বারের গ্র্যান্ডসøামজয়ীর প্রতিপক্ষ বেলজিয়ামের স্টিভ ডার্সিস। তৃতীয় বাছাই এ্যান্ডি মারে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ান নিক কিরগিওসকে ৭-৫, ৬-৩, ৪-৬, ৬-১ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। এই নিয়ে নিকের বিপক্ষে চারবারের মোকাবেলায় সবটিতেই জয় তুলে নিলেন মারে। চলতি বছর গ্র্যান্ডসøামেই তিনবার দেখা হয়েছে এই দুজনের। ২০১০ সালের পরে নিউইয়র্কে অন্তত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রিটিশ তারকা মারে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর মুখোমুখি হবেন। চলতি মাসের শেষে ডেভিস কাপের সেমিফাইনালে বিশ্বের ৩৭ নাম্বার খেলোয়াড় কিরগোয়িস আবারও মারের মোকাবেলা করবেন। কিরগিওসের ডেভিস কাপ সতীর্থ থানাসি কোতিনাকিস গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে ম্যাচ শেষ না করেই বিদায় নিয়েছেন। সরে দাঁড়ানোর আগে ১২তম বাছাই রিচার্ড গ্যাসকোয়েটের বিপক্ষে প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে তিনি ৪-৬, ৬-১, ৪-৬, ৬-৩, ২-০ গেমে পিছিয়ে ছিলেন। ম্যাচে ভাল শুরুর পরও শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন কোকিনাকিস। সাবেক চ্যাম্পিয়ন লেটন হিউয়েটের বিপক্ষে ৬-০, ৭-৬ (৭/২), ১-০ গেমে পিছিয়ে থাকার পরে ডান কাঁধের ইনজুরির কারণে ম্যাচ থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন কাজাকাস্তানের আলেক্সান্ডার নেডোভিসভ। ক্যারিয়ারের শেষ ইউএস ওপেন খেলতে নামা হিউয়েট দ্বিতীয় রাউন্ডে সতীর্থ বার্নার্ড টমিচের মুখোমুখি হবেন। ২৪তম বাছাই টমিচ প্রথম রাউন্ডে বসনিয়ার ডামিয়ার জামহারের বিপক্ষে ৫-৭, ৭-৬ (৭/৪), ৬-৪, ৬-৩ গেমে জয় পেয়েছেন। ২০১৩ সালের সেমিফাইনালিস্ট পঞ্চম বাছাই স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা স্পেনের আলবার্ট রামোস-ভিনোলেসকে ৭-৫, ৬-৪, ৭-৬ (৮/৬) গেমে সরাসরি সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। পরের রাউন্ডে ফ্রেঞ্চ ওপেন বিজয়ী ওয়ারিঙ্কার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার তরুণ চুং হেইয়ন।
×