ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন বিচ ফুটবলে চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাব

প্রকাশিত: ০৬:১১, ৩ সেপ্টেম্বর ২০১৫

ওয়ালটন বিচ ফুটবলে চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ক্লাব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট’-এ চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংমেন্স ক্লাব। মঙ্গলবার কক্সবাজার লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২ গোলে হারায় কোটবাজার খেলোয়াড় সমিতি দলকে। এই টুনার্মেন্টে আটটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ইয়ংমেন্স ক্লাবকে ২০ হাজার টাকা প্রাইজমানি, ট্রফি ও মেডেল; রানার্সআপ কোটবাজার খেলোয়াড় সমিতিকে ১৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেয়া হয়। এছাড়া অংগ্রহণকারী দলকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। টুনার্মেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আফসার। সেইলর ফুটবলের ফাইনাল পেছাল স্পোর্টস রিপোর্টার ॥ সেইলর বাফুফে জাতীয় অনুর্ধ ১৫ ফুটবল ফাইনাল খেলাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। খেলাটি আগামী ১২ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। ফাহাদ যুগ্মভাবে শীর্ষে সাব জুনিয়র দাবায় স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় সাব-জুনিয়র অনুর্ধ ১৬ বছর দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে অনতা চৌধুরী ও গতবারের চ্যাম্পিয়ন ফিদেমাস্টার ফাহাদ রহমান পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। বুধবারের খেলায় অনতা কিংশুক দাসকে এবং ফাহাদ সুব্রত বিশ্বাসকে হারায়। আন্তঃকলেজ রাগবি শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ ‘ইস্টার্ন ইউনিভার্সিটি আন্তঃকলেজ রাগবি প্রতিযোগিতা’ বৃহস্পতিবার থেকে পল্টন ময়দান মাঠে শুরু হবে। এই প্রতিযোগিতায় ৪ গ্রুপে ১৫ কলেজ রাগবি দল অংশগ্রহণ করছে। এগুলো হলোÑ ঢাকা কলেজ, স্কলার্স স্কুল এ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কমার্স কলেজ, লৌহজং ডিগ্রী কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ডক্টর মালিকা কলেজ, সরকারী মাদ্রাসাই-আলিয়া, সরকারী বাংলা কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ইয়াকুব আলী স্কুল এ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি, মাদারটেক স্কুল এ্যান্ড কলেজ এবং কবি নজরুল সরকারী কলেজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রবিষয়ক উপ-পরিচালক জামালউদ্দিন জামি। বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং ফেডারেশনের সদস্য দীন ইসলাম, পারভীন পুতুল এবং সিরাজুল ইসলাম। নর্দান বিশ্ববিদ্যালয় মুস্তাফিজ, রবিউল ও সৌম্যকে সংবর্ধনা স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রাসাদ গ্রুপ অব কোম্পানিজের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এ অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও রবিউল ইসলামকে সংবর্ধনা দেয়। প্রাসাদ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান দোলেনা খানম, আনছার আলী, জিনিয়া সুলতানা, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ ডব্লিউ এম আব্দুল হক, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, জেক্সকার প্রেসিডেন্ট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।
×