ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোয়াইনস্টাইগারের প্রশংসায় কোচ জোয়াকিম লো

প্রকাশিত: ০৬:১০, ৩ সেপ্টেম্বর ২০১৫

শোয়াইনস্টাইগারের প্রশংসায় কোচ জোয়াকিম লো

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম শুরুর আগেই জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখকে বিদায় জানিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। কিন্তু প্রিমিয়ার লীগের ক্লাবটিতে শুরুটা তেমন ভাল হয়নি তার। তারপরও প্রিয় শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ জার্মানির কোচ জোয়াকিম লো। সময় হলে ঠিকই জ্বলে উঠবেন শোয়াইনস্টাইগার বলে মন্তব্য করলেন দেশটির বিশ্বকাপজয়ী এই কোচ। বরং জার্মানির বর্তমান অধিনায়ক এখনও বিশ্ব মাপের ফুটবলার। এ বিষয়ে জোয়াকিম লো বলেন, ‘চাপ সামলানোর ক্ষেত্রে এখনও বিশ্ব মাপের খেলোয়াড় শোয়াইনস্টাইগার। সে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। তাছাড়া শারীরিক ফিটনেস তার সেরা শক্তি। সে যখন শারীরিকভাবে ফিট থাকে তখন দলকে যে কোন কিছুই উপহার দেয়ার ক্ষমতা রাখে। সে দারুণ দক্ষ আর কৌশল অবলম্বন করেই দলকে নেতৃত্ব দেয় এবং জয়ের জন্য লড়াই চালিয়ে যায়।’ ইউরো বাছাইপর্বের ম্যাচে শুক্রবার মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রতিপক্ষ পোল্যান্ড। আর ২০১৬ ইউরো বাছাইপর্বের এই ম্যাচে জার্মানিকে নেতৃত্ব দেবেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। গত বছরের অক্টোবরে এই পোল্যান্ডের কাছেই লজ্জাজনকভাবে হেরেছিল জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নের তকমাটা গায়ে মাখানো দলটির এমন হার মেনে নিতে পারেননি অনেকেই। কেননা প্রতিবেশী পোল্যান্ডের কাছে এটাই ছিল জার্মানির প্রথম পরাজয়। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ জোয়াকিম লোর দলটির কাছে। নতুন মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিকানা গড়া জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগারও প্রতিশোধের বিকল্প ভাবছে না। এ বিষয়ে তিনি বলেন, ‘জার্মানির জন্য এই দুটি ম্যাচ অবশ্যই চ্যালেঞ্জের। শুধু তাই নয়, আমি মনে করি গত বছর পোল্যান্ডের কাছে হারের প্রতিশোধ নেয়ারও দারুণ সুযোগ। গ্রুপের শীর্ষে যাওয়ার জন্য আমরা সম্ভাব্য সব কিছুই করব।’ ২০১৬ ইউরো বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের দল জার্মানি। এখন পর্যন্ত ছয় ম্যাচের চারটিতে জয় আর সমান একটি করে ড্র ও পরাজয় দেখেছে তারা। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে লোর দল। সমানসংখ্যক জয় নিয়ে ১ পয়েন্ট বেশি থাকায় সবার উপরে অবস্থান পোলিশদের। তাই এই ম্যাচটি জিতলেই পোল্যান্ডকে টপকিয়ে গ্রুপের শীর্ষে উঠার সুযোগ এখন জার্মানদের। শুক্রবারের ম্যাচের পর সোমবার তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচটি হবে গ্ল্যাসগোতে। সেই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছেন না সাবেক বেয়ার্ন মিউনিখের তারকা ফুটবলার শোয়াইনস্টাইগার। দীর্ঘ ১৪ বছর জার্মানির সেরা ক্লাব বেয়ার্ন মিউনিখে কাটিয়েছেন শোয়াইনস্টাইগার। এই সময়ে ক্লাবের হয়ে অসাধারণ সব কীর্তিই গড়েছেন তিনি। আট বুন্দেসলিগা, সাত জার্মান কাপের শিরোপা। ২০১৩ সালে ট্রেবল জয়ের মাইলফলক। সেই ক্লাবের মায়া ছেড়েই ম্যানচেস্টার ইউনাইটেডে! কেমন কাটছে তার ওল্ড ট্র্যাফোর্ডের দিনকাল? ৩১ বছর বয়সী শোয়াইনস্টাইগার বলেন, ‘অনেক মজার মধ্য দিয়েই এখানকার দিনগুলো কাটছে। ইউনাইটেডে খেলার অনুভূতিটা আসলেই অসাধারণ।’ জার্মান মিডফিল্ডারের সময়টা ভাল কাটলেও ঠিক তেমনটা নয় রেড ডেভিলদের। কিন্তু তাতেও হতাশ নন এই তারকা। সরাসরি বলে দিয়েছেন এখনও ভাল করার যথেষ্ট সুযোগ তাদের সামনে, ‘শেষ দুই লীগ ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট হাতছাড়া হয়েছে আমাদের। যদিও সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচটি আমাদেরই নিয়ন্ত্রণে ছিল আর নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলেরও দারুণ সুযোগ ছিল আমাদের। আমরা এখনও সঠিক পথেই রয়েছি। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লীগের টিকেটও নিশ্চিত হয়েছে আমাদের।’ এ সময় শোয়াইনস্টাইগার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গালেরও প্রশংসা করেছেন। যিনি গত দুই মৌসুমের ব্যর্থতা কাটিয়ে দলকে ঘুচিয়ে তুলতে সব চেষ্টাই করছেন।
×