ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরএকে পেইন্টস ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি

প্রকাশিত: ০৬:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৫

আরএকে পেইন্টস ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি

আরএকে পেইন্টস (প্রাই) লিমিটেড বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছে। আরএকে পেইন্টসের জেনারেল ম্যানেজার ভিশাল মোথরেজা এবং গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর, ডাইরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি আরএকে পেইন্টসের উত্তরাস্থ সদর দফতরে এই চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি ওয়ালটন ফ্রিজের কম্প্রেসরে ৮ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রিজের কম্প্রেসরের জন্য ৮ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিল ওয়ালটন। আগে এই গ্যারান্টি ছিল ৫ বছরের। এখন থেকে ওয়ালটন ফ্রিজ ব্যবহারকারীরা কম্প্রেসরের ক্ষেত্রে বাড়তি তিন বছরের গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। কম্প্রেসারের মান উন্নয়ন বা এ্যাকুরেসি পারফেকশন আরও নিখুঁত হওয়ায় এবং ক্রেতা সুবিধা বাড়াতে ওয়ালটন এই উদ্যোগ নিয়েছে। ওয়ালটনের প্রকৌশলীরা জানান, কম্প্রেসরের বড় ধরনের সমস্যা হলে রিপ্লেসমেন্ট বা নতুন কম্প্রেসর যুক্ত করতে হয়। কিন্তু ওয়ালটনের ক্ষেত্রে সাধারণত এ ধরনের সমস্যা হয় না। অন্যান্য সমস্যা যৎসামান্য যা হয় তা সহজেই স্বল্প সময়ের মধ্যে ঠিক করে দেয়া হয় সার্ভিস পয়েন্টগুলো থেকে। এর পরিমাণও অতি নগণ্য। সাধারণত একজন গ্রাহক অন্তত দশ-পনেরো বছর নিশ্চিন্তে ওয়ালটন ফ্রিজ ব্যবহার করতে পারেন। -অর্থনৈতিক রিপোর্টার আমদানিযোগ্যতা যাচাই করে এলসি খোলার নির্দেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের আইনানুযায়ী পণ্যের আমদানিযোগ্যতা যাচাই না করেই বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে আমদানি নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলছে ব্যাংকগুলো। এতে খালাস পর্যায় পণ্য আটকে যাওয়াসহ নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে। এসব এলসির বিপরীতে অর্থায়ন করে ব্যাংকের টাকাও আটকে যাচ্ছে। তাই এলসি খোলার আগে পণ্যের আমদানিযোগ্যতা নিশ্চিত হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
×