ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অক্ষত অবস্থায় সৌদি ড্রোন কব্জা করল ইয়েমেনী যোদ্ধারা

প্রকাশিত: ০৫:৪৩, ২ সেপ্টেম্বর ২০১৫

অক্ষত অবস্থায় সৌদি ড্রোন কব্জা করল ইয়েমেনী যোদ্ধারা

অক্ষত অবস্থায় সৌদি আরবের একটি ড্রোন কব্জা করেছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাাহ যোদ্ধা ও সেনা সদস্যরা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড থেকে সফলতার সঙ্গে ড্রোনটি কব্জা করতে সক্ষম হয় তারা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের ভূখণ্ডে অবস্থান করে ইয়েমেনের যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার সময় ড্রোনটিকে ধরে ফেলে ইয়েমেনের যোদ্ধারা। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনীর ‘টেকনিক্যাল টিম’ ড্রোনটি ধরতে এবং অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয়। কয়েকদিন আগে ইয়েমেনের যোদ্ধারা মধ্যাঞ্চলীয় আল-বাইদা প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। এরপর আজ অক্ষত অবস্থায় ড্রোন ধরতে সক্ষম হলো। আনসারুল্লাহ যোদ্ধাদের বক্তব্য অনুসারে, সৌদি আরব নিয়মিতভাবে ইয়েমেনের ভূখণ্ডে ড্রোন পাঠাচ্ছে। আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুসারী সেনাদের সম্পর্কে সর্বসাম্প্রতিক তথ্য যোগাড় করার জন্য এসব ড্রোন পাঠানো হচ্ছে। -ওয়েবসাইট পাকিস্তানের ইতিহাসে হিন্দিতে প্রথম এমফিল ডিগ্রী পাকিস্তানের ইতিহাসে এই প্রথম হিন্দি ভাষায় এমফিল ডিগ্রী দিল কোন বিশ্ববিদ্যালয়। দেশটির সামরিক বাহিনী পরিচালিত ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস (এনইউএমএল) থেকে এই এমফিল ডিগ্রী পেয়েছেন শাহিন জাফর। তার আগে পাকিস্তান থেকে আর কেউ হিন্দিতে এমফিল করেননি। -দি ডন মোবাইলের ক্ষতি ঠেকাতে... মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরে এমন একটি ফিচার আনছে যা ম্যালওয়্যার বা ভাইরাস প্রতিরোধে কাজ করবে। এ ফিচারটি হার্ডওয়্যারভিত্তিক এ্যান্টি-ম্যালওয়্যার সলিউশন যা কোয়ালকমের প্রসেসরচালিত ডিভাইসে এ্যাপের আচরণ নজরদারি করার পাশাপাশি সন্দেহজনক এ্যাপ শনাক্ত করতে পারবে। -ওয়েবসাইট কিম ইল সুংয়ের নামে পার্ক সিরীয় সরকার রাজধানী দামেস্কের একটি পার্কের নামকরণ করেছে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের নামে। ৯০০০ স্কয়ার-মিটার আয়তনের পার্কটি দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাফর-সুসেহ এলাকায় অবস্থিত। এছাড়া পার্কের সঙ্গে সংযুক্ত এক কিলোমিটার লম্বা একটি সড়কেরও নামকরণ করা হয়েছে সুংয়ের নামে। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার পার্কটির উদ্বোধন করা হয়। সিরিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জ্যাং মাইং বলেন, পার্কটি সংয়ের প্রতি সিরিয়ার মানুষের সম্মান ও ভালবাসার অভিব্যক্তি। -আল-জাজিরা
×