ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের কোটা ব্যবহারের বিরুদ্ধে ক্ষোভ রূপ নিল বিদ্রোহে

প্রকাশিত: ০৫:৪২, ২ সেপ্টেম্বর ২০১৫

ভারতের কোটা ব্যবহারের বিরুদ্ধে ক্ষোভ রূপ নিল বিদ্রোহে

হার্দিক প্যাটেলের মধ্যে এই ক্ষোভ ধীরে ধীরে জন্ম নিয়েছে। তিনি যখন দেখলেন তার ছোট বোন ভারতের কঠোর কোটা ব্যবহারের কারণে একটি কলেজের বৃত্তি লাভ থেকে বাদ পড়েছে তখনই তার মধ্যে এই ক্ষোভের সূত্রপাত হয়। এই কোটা ব্যবস্থায় প্রায় অর্ধেক সরকারী চাকরি এবং সরকারী কলেজের সুযোগ-সুবিধা সুবিধাবঞ্চিত সম্প্রদায় বা উপজাতির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। খবর ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমসের। হার্দিক যখন তার কৃষিপ্রধান গ্রামের অন্য তরুণ প্যাটেলদের সঙ্গে কথাবার্তা বলেন তখন তার ক্ষোভ আরও ঘনীভূত হয়। গ্রামের প্রত্যেকের মনেই যেন একই ধরনের আক্ষেপ। কেউ হয়ত চাকরি হারিয়েছেন, কারও জন্য সুযোগের দরজা বন্ধ হয়ে গেছে কিংবা একটি স্বপ্ন চরিতার্থ হয়নি কারণ হলো প্যাটেল গোত্র ভারতের কোটা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার নয়, কারণ তারা খুবই সচ্ছল। গত বসন্তে বন্ধু-বান্ধবদের একটি শিথিল গোষ্ঠীর সাহায্য নিয়ে হার্দিক প্যাটেল গুজরাটের সর্বত্র প্যাটেলদের সংগঠিত করার আন্দেলন শুরু করেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জনসংখ্যা ৬ কোটি ৩০ লাখ। এর মধ্যে প্যাটেলদের সংখ্যা মোটামুটি ১ কোটি। খামারবাড়িতে ও রেস্তরাঁয় বৈঠক করে, ফেসবুক ও হোয়াটসএ্যাপে যোগাযোগ স্থাপন করে তারা দ্রুত একটি অভিন্ন ক্ষোভের মাত্রাকে একটি দুঃসাহসী পরিকল্পনায় উন্নীত করেন। যা সম্প্রতি ৫ লাখ উল্লাসমুখর বেপরোয়া জনসমাবেশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। শিশুসুলভ মুখাবয়বের অধিকারী ২২ বছরের হার্দিক প্যাটেল মঞ্চে দাঁড়িয়ে সমাবেশে নেতৃত্ব দেন। সমাবেশে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন তরুণ বয়সী প্যাটেল, যারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তাদের লক্ষ্য স্থির করেছে। ভারতের নেতৃস্থানীয় রাজনীতিবিদরা জাতিগোষ্ঠীর কাছ থেকে ভোট লাভের একটি মাধ্যম হিসেবে কোটা ব্যবস্থাকে রক্ষা ও সম্প্রসারণে দশকের পর দশক ব্যয় করেছেন। রাজনৈতিক কৌশল হিসেবে প্যাটেল দাবি করেছেন যে পাতিদার বর্ণভুক্ত প্যাটেলদেরও এই কোটা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হোক। যে ব্যবস্থার প্রতি তারা ঘৃণাপোষণ করে। তাদের বিশ্বাস বিত্তবান এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী গুজরাটের প্যাটেলরা বিশেষ কোটা সুবিধার অধিকারী হতে পারলে ভারতের অন্য সকল সম্প্রদায়ের লোকের জন্যও এই সুযোগের দরজা খুলে যাবে।
×