ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেইলর বাফুফে অনুর্ধ ১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ফেনী-নারায়ণগঞ্জ জমজমাট ফাইনাল আজ

প্রকাশিত: ০৫:৩৭, ২ সেপ্টেম্বর ২০১৫

ফেনী-নারায়ণগঞ্জ জমজমাট ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সেইলর বাফুফে অনুর্ধ ১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলার মুখোমুখি হবে ফেনী জেলা। খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারে। উভয়দলই চায় শিরোপার স্বাদ পেতে। ফেনী চায় শ্রেষ্ঠত্ব প্রদর্শন। বয়সভিত্তিক দলে প্রতিযোগিতায় বরাবরই ভাল করে নারায়ণগঞ্জ। তাই ফাইনাল ম্যাচটা জমজমাট হবে বলেই ধারণা ফুটবলপ্রেমীদের। মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ফুটবল দলের ম্যানেজার মাহাবুবুল তালুকদার, প্রশিক্ষক আসলাম চৌধুরী ও অধিনায়ক অন্তর কুমার এবং ফেনী জেলা ফুটবল দলের ম্যানেজার নুরুল আফসার কবির শাহাজাদা, প্রশিক্ষক আশরাফুল আনোয়ার শিমুল ও অধিনায়ক ইফতেকার হোসেন অনিক। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়, সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সত্যজিৎ দাস রূপু এবং বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু। ফেনী অধিনায়ক ইফতেখার হোসেনের অনিকের অভিমত, ‘নারায়ণগঞ্জ অবশ্যই ভাল দল। আমরাও মন্দ নই। আমাদের দলে অনুর্ধ ১৬ জাতীয় দলের কোন খেলোয়াড় নেই এটা ঠিক। কিন্তু অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। সব জেলার এক চ্যাম্পিয়ন। সেটি আমরাই হতে চাই।’ সোমবার সেমিতে জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ফেনী। তার একদিন আগেই ফাইনাল নিশ্চিত করে নারায়ণগঞ্জ। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অধিনায়ক অন্তর কুমার বলে, ‘দলের সবার সঙ্গে কথা বলে জেনেছি সবাই বেশ ভাল আছে। আর জয় নিয়েই মাঠ ছাড়ব ইনশাল্লাহ।’ ফেনীর কোচ আশরাফুল আনোয়ার শিমুল বলেন, ‘আমার দলের প্রতি পজিশনই ভাল। দীর্ঘদিন অনুশীলন করেছি। সেরা একাদশের দু’একজনের চোট আছে। তবে সেটি খুব একটা সমস্যা হবে না আশা করি। প্রতিপক্ষ ভাল দল। তাদের একাধিক ভাল খেলোয়ার আছে। মাঠেই দর্শকরা সেটি দেখতে পাবেন।’ নারায়নগঞ্জ জেলার কোচ আসলাম চৌধুরী বলেন, ‘ফেনী ভাল দল। তবে আমরা আশাবাদী তাদের হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হব। দলে কোন ইনজুরি নেই। আশা করছি জয় নিয়েই মাঠ ছাড়ব।’ নারায়ণগঞ্জ দলে দু’জন রয়েছে যারা অনুর্ধ ১৬ জাতীয় দলের। একজন দলীয় অধিনায়ক অন্তর কুমার এবং হৃদয়। আর দলের অধিনায়ক অন্তর কুমার জানাল, ‘নারায়ণগঞ্জ সবসময়ই ভাল ফল করে। ফেনী ও ভাল দল। তবে আমি আশাবাদী জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।’ আজ ফাইনাল ম্যাচটি দর্শকরা উপভোগ করতে পারবেন বিনামূল্যে। সব স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপভোগ করতে পারবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনও। বিশেষ অতিথি থাকবেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন আল-মামুন।
×