ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিল দলে নিয়মিত হতে চান কাকা

প্রকাশিত: ০৪:১২, ২ সেপ্টেম্বর ২০১৫

ব্রাজিল দলে নিয়মিত হতে চান কাকা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ব্রাত্য থাকার পর আবারও ব্রাজিল দলে ফিরেছেন তারকা ফুটবলার কাকা। যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের জন্য আগস্টের মাঝামাঝিতে দল ঘোষণা করেন সেলেসাও কোচ কার্লোস দুঙ্গা। এ্যাটাকিং মিডফিল্ডার কাকাকে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেন তিনি। কাকা শুধু প্রীতি ম্যাচ খেলেই থেমে থাকতে চান না। আগামী মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলার আশা করছেন তিনি। মঙ্গলবার এক সাক্ষাতকারে এমই অভিলাসের কথাই জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই সুদর্শন ফুটবলার। কাকা বলেন, আমি মনে করি নিজের অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারব। জাতীয় দলে এই মুহূর্তে ফেরাটা সত্যিই বিশেষ এক অর্জন। দুঙ্গার পরিকল্পনা সম্পর্কে আমি কিছুই জানি না। তবে কোস্টারিকা ও যুক্তরাস্ট্রের বিপক্ষে যদি সুযোগ পাই তবে আমি প্রমাণ করব বাছাইপর্বেও খেলার অধিকার আমার আছে। শুধু তাই নয়, জাতীয় দলে আমি নিয়মিত হতে চাই। বর্তমানে অরলান্ডো সিটি থেকে ধারে সাওপাওলোতে খেলছেন কাকা। তবে দীর্ঘদিন পর তার দলভুক্ত অনেককেই বিস্মিত করেছে। মেজর লীগ সকারে ফুটবলটা বেশ উপভোগ করছেন সাবেক ফিফা বিশ্ব সেরা এই খেলোয়াড়। সেখানে নিজের প্রতিভারও প্রমাণ দিয়েছেন। এ কারণেই তাকে ডাকতে বাধ্য হয়েছেন দুঙ্গা। তবে কাকা বিশ্বাস করেন সেলেসাওদের দলে ফিরে নিজের মূল্যবান অভিজ্ঞতা যোগ করতে পারবেন। সর্বশেষ ২০১৪ সালের অক্টোবরে তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কাকা ব্রাজিলের হয়ে ৮৯ আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন ২৯। ২০০৯ সালে দুঙ্গার অধীনে কনফেডারেশন কাপ জয়েও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ৫ সেপ্টেম্বর কোস্টারিকা ও এর তিনদিন পর স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের দলে ছিলেন না রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক খেলোয়াড় কাকা। বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব নেয়া কোচ দুঙ্গা গত অক্টোবরে আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে রেখেছিলেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা এই তারকাকে। ওই দুই ম্যাচে আশানুরূপ খেলতে না পারায় আবারও বাদ পড়েন। গত জুন-জুলাইয়ে কোপা আমেরিকা দলেও ছিলেন না বর্তমানে যুক্তরাষ্ট্রের অরলান্ডো সিটিতে খেলা কাকা। চিলিতে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে ব্রাজিল। কোপা আমেরিকায় ব্যর্থ দলকে ঢেলে সাজানোর লক্ষে এ্যাটাকিং মিডফিল্ডার কাকার উপর ভরসা রাখছেন দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই ৩৩ বছর বয়সী কাকার উপর নজর রাখছিলেন দুঙ্গা।
×