ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমনওয়েলথ গেমস ২২২

আয়োজক দক্ষিণ আফ্রিকা!

প্রকাশিত: ০৪:১২, ২ সেপ্টেম্বর ২০১৫

আয়োজক দক্ষিণ আফ্রিকা!

স্পোর্টস রিপোর্টার ॥ আর কোন দেশ এগিয়ে আসেনি। শুধু দক্ষিণ আফ্রিকাই ২০২২ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে আগ্রহ জানিয়েছে। আজ চূড়ান্ত ঘোষণা করা হবে ২০২২ সালের কমনওয়েলথ গেমস আয়োজকের নাম। শুধু দক্ষিণ আফ্রিকা এ জন্য আগ্রহ দেখানোর কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারাই হতে যাচ্ছে আয়োজক। দেশটির শহর ডারবান সেক্ষেত্রে ২০২২ সালের কমনওয়েলথ গেমস আয়োজক হতে যাচ্ছে। গত ৮৫ বছর ধরে কমনওয়েলথ গেমস আয়োজিত হচ্ছে। বহুমাত্রিক ক্রীড়াযজ্ঞ হলেও এখন পর্যন্ত কোন আফ্রিকান দেশ এর আগে আয়োজক হয়নি। কানাডার শহর এডমন্টন অবশ্য প্রথমদিকে আয়োজক হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু গত ফেব্রুয়ারিতে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। কারণটা আর্থিক। ফলে শুধু ডারবান একক দাবিদার থাকে। ভারত মহাসাগরের তীরবর্তী এ শহরটি ইতোমধ্যেই পরিদর্শন করেছে ৭১ প্রতিনিধির দল। তারা পরিদর্শন শেষে আয়োজক শহর হিসেবে এটিকে চমৎকার বলে জানিয়েছেন। কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) সিনিয়র কর্মকর্তা লুইস মার্টিন এ বিষয়ে বলেন, ‘এটা আমাদের পরামর্শ যে সিজিএফ ২০২২ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে ডারবানকেই দেয়া হোক।’ সিজিএফ ডারবানের আয়োজক হওয়ার চেষ্টাটাকেই ঐতিহাসিক এবং বিশেষ মুহূর্ত বলে মনে করছে। কারণ এই প্রথম কোন আফ্রিকান দেশ কমনওয়েলথ গেমসের আয়োজক হতে চলেছে। এটাকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনেক বড় একটি অর্জন হিসেবেও দেখা হচ্ছে। এর আগে ব্রিটেন ৬ বার, অস্ট্রেলিয়া ও কানাডা ৪ বার করে, নিউজিল্যান্ড ৩ বার এবং জ্যামাইকা, মালয়েশিয়া ও ভারত একবার করে কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। চার বছর পর পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে দেশটির অলিম্পিক কমিটির প্রধান গিডিওন স্যাম বলেন, ‘এখন আফ্রিকার সময় এসেছে এ বিশাল ইভেন্ট আয়োজনের। আমরা বিশ্বাস করি আমাদের সময় হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকে এমন কিছু করে দেখাবে যা কমনওয়েলথ গেমসকে গর্বিত করবে।’ এর আগে দক্ষিণ আফ্রিকা তিনটি বড় ধরনের বিশ্বমানের ইভেন্ট আয়োজনক করেছে সফলভাবে। ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ এবং রাগবি বিশ্বকাপ। সে কারণে এবার বহুমাত্রিক ক্রীড়া ইভেন্ট আয়োজন খুবই স্বাভাবিক একটি পদক্ষেপ। এ বিষয়ে স্যাম বলেন, ‘কমনওয়েলথ বিশ্বের এ্যাথলেটদের নিজেদের দেশে প্রতিযোগিতা করতে দেখাটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের ক্রীড়া ইতিহাসে অনেক বড় অবদান রাখবে।’ প্রস্তাবিত উদ্বোধনী অনুষ্ঠান হবে দক্ষিণ আফ্রিকার মহান বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন। ২০১৩ সালে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ম্যান্ডেলা।
×