ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ শতাংশ লেনদেন আমান ফিডের

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা তিনদিনই দরপতনে শেষ হলো লেনদেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আগের তুলনায় লেনদেন বেড়েছে। উভয় বাজারেই চাহিদা ও লেনদেনের শীর্ষে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে ৪২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭০ কোটি ১৬ লাখ টাকা বা ১৯ দশমিক ৯৮ শতাংশ বেশি। তবে নতুন তালিকাভুক্ত কোম্পানি আমান ফিডেরই লেনদেন হয়েছে মোট ৮২ কোটি টাকার ওপরে। অর্থাৎ মোট লেনদেন প্রায় ২০ ভাগ। সোমবারে এ বাজারে ৩৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৫ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৬ পয়েন্টে। খাতভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, নতুন কোম্পানি তালিকাভুক্তির দিনে ডিএসইতে বিবিধ খাতের মোট ১১৩ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২৭ দশমিক ৪৪ ভাগ। এরপরে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৯ কোটি টাকা, যা মোট লেনদেনে ১১ দশমিক ৯২ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানিগুলো। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৮ কোটি ৪৭ লাখ টাকা, যা মোট লেনদেনে ১১ দশমিক ৮৭ ভাগ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ আমান ফিড লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ইসলামী ব্যাংক এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আনোয়ার গ্যালভানাইজিং, স্ট্যান্ডার্ড সিরামিক, মিরাকল ইন্ড্রাস্টিজ, মুন্নু সিরামিক, নদার্ন জুটস, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সিনো বাংলা, লিগ্যাসি ফুটওয়ার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও আইপিডিসি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাইথইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, এনএলআই মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, ২য় আইসিবি, এ্যাপেক্স ফুডস, ঝিল বাংলা সুগার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেড, সমরিতা, ইমাম বাটন ও ইস্টার্ন ক্যাবলস। এদিকে দিনটিতে ঢাকার মতো অপর বাজারের সব ধরনের সূচক কমেছে। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে। সেখানে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, দর কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির। সারাদিনে সিএসইতে মোট ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে আমান ফিডেরই লেনদেন হয়েছে ২০ কোটি টাকার ওপরে। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমান ফিড লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড, ইউনাইটেড এয়ার, অলিম্পিক এক্সেসরিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো।
×